ওয়েস্ট ইন্ডিজকে হারাতে আত্মবিশ্বাসী টাইগ্রেসরা 

Share Now..

নবম নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণার সময়ই এবারের আসরের সেমিফাইনালে খেলার সম্ভাবনার কথা বলেছিলেন নির্বাচক সাজ্জাদ আহমেদ। সেই লক্ষ্য নিজেদের মধ্যে ধারণ করেছে জ্যোতি বাহিনীও। আসরটি শুরু করেছিল জয় দিয়েই। নিজেদের প্রথম ম্যাচে হারিয়েছিল স্কটল্যান্ডকে। যদিও দ্বিতীয় ম্যাচে সম্ভাবনা জাগিয়েও পারেনি ইংল্যান্ডকে হারাতে। তবে তাতে সেমিফাইনালে যাওয়ার পথ খুব বেশি কঠিন হয়ে যায়নি। এখনো বাকি জ্যোতিদের দুইটি ম্যাচ, তাই রয়েছে সম্ভাবনা।

চলমান টুর্নামেন্টে টাইগ্রেসদের তৃতীয় ম্যাচ আগামীকাল। প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। এই ম্যাচের আগে চার দিন নিজেদের প্রস্তুত করার সুযোগ পেয়েছেন জ্যোতিরা। তপ্ত রোদে ঘুরে দাঁড়াতে অনুশীলন করে ঘাম ঝরিয়েছেন তারা। লক্ষ্য সেমিফাইনালের টিকিট নিশ্চিত করা। এ প্রসঙ্গে গতকাল বিসিবির এক ভিডিও বার্তায় দলের তরুণ অলরাউন্ডার রাবেয়া খান বলেন, ‘যেহেতু একটা ম্যাচ (ইংল্যান্ডের বিপক্ষে হার) চলে গিয়েছে… একটু খারাপ লেগেছে, খুব কাছাকাছি থেকেও হেরেছি। অনেক বড় একটু সুযোগ ছিল (জয় পাওয়ার)। তবে আগামী আরো দুইটা ম্যাচ বাকি আছে, তো আমরা সবাই ঐ দুই ম্যাচে জয় তোলার ব্যাপারে সবাই আত্মবিশ্বাসী আছি।’ আগামী দুই ম্যাচে টাইগ্রেসদের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা। এই দুটি দলই জ্যোতিদের মতো দুটি করে ম্যাচ খেলে একটি জয় ও একটি হারের স্বাদ নিয়েছে। তাই বলা যায়, পরের পর্বে যাওয়ার জন্য তারাও মরিয়া হয়ে থাকবে, তবে সেসব ভাবছে না লাল-সবুজের প্রতিনিধিরা। রাবেয়া জানিয়েই দিয়েছেন তাদের লক্ষ্য শুধু জয়ে। বলেন, ‘আমরা পারব (জয় তুলে নিতে), আমাদের ঐ আত্মবিশ্বাস আছে। ইনশাআল্লাহ আমরা ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে ভালোভাবেই ঘুরে দাঁড়াব।’  তার মতো আত্মবিশ্বাসী দলের অন্যতম তারকা স্পিন বোলার নাহিদা আক্তারও। ভিডিও বার্তায় বলেন, ‘যদি আমরা সেমিফাইনাল খেলতে চাই, তাহলে অবশ্যই এই ম্যাচটা (ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে) আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। দুটো ম্যাচই গুরুত্বপূর্ণ, তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষের ম্যাচটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তো আমরা ঐ দিকেই ফোকাস দিচ্ছি যে, কীভাবে ম্যাচটা জিততে পারি।’ 

তিনি আরও বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যদি আমরা ম্যাচটা জিততে পারি, তাহলে আমাদের সেমিফাইনালে যাওয়ার পথটা একটু সহজ হয়ে যাবে, তাই আমাদের লক্ষ্য ঐ দিকেই। জেতার জন্য যা করা লাগবে, ঐ ম্যাচে সব করার চেষ্টা করব।’ এর আগে প্রথমবারের মতো নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ অংশগ্রহণ করে ২০১৪ সালে ঐ আসরে পেয়েছিল দুই জয়। তবে এরপর টানা চার আসরে অংশ নিলেও দেখা পায়নি একটি জয়েরও। সেই জয়খরা কেটেছে এবারের আসরেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *