ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ওপেনার স্মিথ, ওয়ানডেতে দেবেন নেতৃত্ব

Share Now..

পাকিস্তানের বিপক্ষে সিরিজ দিয়ে টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন ওপেনার ডেভিড ওয়ার্নার। সাদা পোশাকের ক্রিকেটে উসমান খাজার সঙ্গে ইনিংস শুরু করবেন কে, তা নিয়ে চিন্তায় ছিল ক্রিকেট অস্ট্রেলিয়া। ওপেনার হিসেবে স্টিভেন স্মিথকে পক্ষে-বিপক্ষে অবস্থান নেন দেশটির বর্তমান ও সাবেক ক্রিকেটাররা। তবে শেষ পর্যন্ত স্মিথকে ওপেনিংয়ে রেখেই ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দল ঘোষণা করল অস্ট্রেলিয়া। সেই সঙ্গে ওয়ানডেতে দলকে নেতৃত্ব দেবেন তিনি।

বুধবার (১০ জানুয়ারি) ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। দল ঘোষণার সময় প্রধান নির্বাচক জর্জ বেইলি নিশ্চিত করছেন, প্রথম টেস্টে ওপেন করবেন স্মিথ। সেই সঙ্গে স্মিথের কাঁধেই ওয়ানডে সিরিজে নেতৃত্বের ভার পড়েছে। প্যাট কামিন্সকে বিশ্রাম দেওয়াতেই এ সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া।

টেস্টে খাজার সঙ্গে ইনিংস শুরু করবেন স্মিথ। চারে খেলবেন ক্যামেরন গ্রিন। ১৩ সদস্যের দলে ব্যাকআপ ওপেনার হিসেবে আছেন ম্যাট রেনশও। এ দিন ঘোষিত ওয়ানডে দলে প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন পেসার ল্যান্স মরিস।

আগামী ১৭ জানুয়ারি অ্যাডিলেডে শুরু হবে অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্ট। এরপর আরেকটি টেস্ট খেলে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে দুই দল। আগামী ২, ৪ ও ৬ জানুয়ারি যথাক্রমে মেলবোর্ন, সিডনি ও ক্যানবেরায় তিনটি ম্যাচ হবে। এরপর তিন ম্যাচের টি-টোয়েন্টিও খেলবে দুই দল।

অস্ট্রেলিয়া টেস্ট দল: প্যাট কামিন্স (অধিনায়ক), স্কট বোল্যান্ড, অ্যালেক্স কেয়ারি, ক্যামেরন গ্রিন, জশ হেইজেলউড, ট্রাভিস হেড, উসমান খাওয়াজা, মার্নাস লাবুশেন, নাথান লিওন, মিচেল মার্শ, ম্যাট রেনশ, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক।

অস্ট্রেলিয়া ওয়ানডে দল: স্টিভেন স্মিথ (অধিনায়ক), শন অ্যাবট, ন্যাথান এলিস, ক্যামেরন গ্রিন, অ্যারন হার্ডি, ট্রাভিস হেড, জশ ইংলিস, মার্নাস লাবুশেন, গ্লেন ম্যাক্সওয়েল, ল্যান্স মরিস, জাই রিচার্ডসন, ম্যাথু শর্ট, অ্যাডাম জ্যাম্পা। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *