ওল্ড ট্রাফোর্ডেই থাকছেন পগবা-মার্টিয়াল

Share Now..

এই গ্রীষ্মে দুই ফরাসি তারকা পল পগবা ও এন্থনি মার্টিয়ালকে বিক্রি করবে না ম্যানচেস্টার ইউনাইটেড। স্থানীয় গণমাধ্যমের রিপোর্টে এমনটাই বলা হয়েছে।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে দুই ফরাসি আন্তর্জাতিক তারকার ওল্ড ট্রাফোর্ড ছাড়ার সম্ভাবনার কথাই বেশি আলোচনায় আসছিল। রিপোর্টে বলা হচ্ছিল মার্টিয়ালকে টার্গেট করেছে ইন্টার মিলান। আর পগবার উপর নজর প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি)।
তবে ডেইলি টেলিগ্রাফের রিপোর্টে বলা হয়, এই মাসের শেষ ভাগে দলবদলের জানালা বন্ধ হওয়া পর্যন্ত মার্টিয়ালকে বিক্রি করার কোন ইচ্ছা নেই ইউনাইটেডের। বেশ বাজেভাবে ২০২০/২১ মৌসুমটি কাটিয়েছেন সাবেক এই মোনাকো তারকা। এরপর জেডন সানচো ইউনাইটেডে যোগ দেয়ায় সবাই ধারনা করছিল তাকে হয়তো বিক্রি করে দেয়া হবে। তবে কোচ উলে গুনার সুলশারের নতুন মৌসুমের পরিকল্পনায় মার্টিয়ালের নাম রয়েছে।

ইনজুরির কারণে ইউনাইটেডের হয়ে নতুন মৌসুমের সুচনায় খেলতে পারছেন না এডিনসন কাভানি ও মার্কাস রাসফোর্ড। যে কারণে প্রথম কয়েক সপ্তাহের মুল একাদশের নিয়মিত সদস্য হতে যাচ্ছেন মার্টিয়াল।

এদিকে বর্তমান চুক্তির মেয়াদ শেষ না হওয়া পল পগবাও থেকে যাচ্ছেন ওল্ড ট্রাফোর্ডে। আগামী গ্রীষ্মে শেষ হবে বর্তমান চুক্তির মেয়াদ। ধারনা করা হচ্ছিল এই মাসেই তাকে দলে ভেড়ানোর উদ্যোগ নিবে পিএসজি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *