ওয়েসিস শহরের আইকনিক গ্র্যান্ড বাজার ধ্বংস করলো চীন

Share Now..

জিনজিয়াং প্রদেশের কাশগড় অঞ্চলের আইকনিক গ্র্যান্ড বাজার ধ্বংস করে দিয়েছে চীনা কর্তৃপক্ষ। গতকাল রবিবার এক সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। খবর প্রকাশ করেছে দ্য প্রিন্ট।

প্ল্যানেটল্যাবস ইনকর্পোরেটেডের উদ্ধৃতি দিয়ে রেডিও ফ্রি এশিয়া (আরএফএ) জানিয়েছে, গত ৪ এপ্রিল থেকে ৪ মে পর্যন্ত স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে দেখা গেছে, বিল্ডিং এবং দোকানের ছাদ অপসারণ সহ বাজারে নাটকীয় পরিবর্তন হয়েছে।

ওয়েসিস শহরের মধ্যে অবস্থিত এই বাজারটি ছিল জিনজিয়াংয়ের বৃহত্তম আন্তর্জাতিক বাণিজ্য বাজার। এখানে ২৫০ একর জমিতে ৪ হাজার দোকান ছিল। এগেুলোতে ৯ হাজারেরও বেশি পণ্য বিক্রি করা হতো। বিক্রি হওয়া পণ্যের মধ্যে রয়েছে মশলা, চা, সিল্ক, শুকনো ফল, কার্পেট, বাদ্যযন্ত্র, মধ্য এশিয়ার পোশাক এবং ঐতিহ্যবাহী স্কালক্যাপ।

স্থানীয় কর্মকর্তার বরাত দিয়ে আরএফএ জানিয়েছে, এ জায়গায় একটি নতুন পর্যটন কেন্দ্র গড়ে তোলা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *