ওয়েস্ট ইন্ডিজে ৬০ বলের টুর্নামেন্ট, যত নিয়ম থাকছে

Share Now..


ক্রিকেটকে আরও জনপ্রিয় করতে এবার নতুন একটি সংস্করণ আনতে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড ও ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ। তারা ৬০ বলের একটি টুর্নামেন্ট চালু করার ঘোষণা দিয়েছে। আগামী ২৪ আগস্ট থেকে সেন্ট কিটসে ‘দ্য সিক্সটি (The 6ixty)’ নামে টুর্নামেন্টটি শুরু হবে।ছেলেদের ছয়টি দল ও মেয়েদের তিনটি দল প্রতিদ্বন্দ্বিতা করবে। এটিতে বিশ্বের অনেক সেরা ক্রিকেটার অংশ নেবেন বলে জানিয়েছেন আয়োজকরা। তবে কারো নাম উল্লেখ করেনি তারা।

টুর্নামেন্টের যত নিয়ম

=) ব্যাটিং করা দলে ছয়জন ব্যাটার আউট হলেই অলআউট বলে গণ্য হবে।

=) দুই ওভারের পাওয়ার প্লে থাকবে। এর মধ্যে যদি দুইটি ছক্কা মারতে পারে তাহলে অতিরিক্ত আরও এক ওভার পাওয়ার প্লে পাবে ব্যাটিং করা দল। সেই পাওয়ার প্লে নিজেদের ইচ্ছে মতো যেকোনো সময় নিতে পারবে তারা।

=) প্রতিটি বোলিং প্রান্ত থেকে টানা ৩০ বল বা পাঁচ ওভার বোলিং করতে পারবে। বাকি ৩০ বল অপরপ্রান্ত থেকে। অর্থাৎ প্রতি ওভার পরপর প্রান্ত বদল করা লাগবে না।

=) ফিল্ডিংয়ে নামা দলকে বেঁধে দেওয়া ৪৫ মিনিটের মধ্যে ১০ ওভার শেষ করতে হবে। এর বেশি সময় হয়ে গেলে শেষ ছয় বলে একজন ফিল্ডার তুলে নেওয়া হবে।

=) ভক্তরা ‘মিস্ট্রি ফ্রি হিট’ এর জন্য ভোট দিতে পারবেন। অ্যাপ অথবা ওয়েবসাইটের মাধ্যমে ভোট দেওয়ার এ সুযোগ থাকছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *