কক্সবাজারে বাসের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু
কক্সবাজারের চকরিয়ার বানিয়ারছড়া আমতলী এলাকায় গ্রীন লাইন বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার (১৫ মার্চ) সকাল ৯টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন বান্দরবানের লামা উপজেলার ফাইতং ৩ নম্বর ওয়ার্ডের আমতলী পাড়ার মো. বশির আলমের ছেলে মুহাম্মদ আরমান শাকিল (২৪) এবং একই ওয়ার্ডের খুরপাইনঝিরির মো. আবু মোছার ছেলে ইসমাইল সিদ্দীকি (৩৫)।
চিরিংগা হাইওয়ে পুলিশের সাব-ইন্সপেক্টর (এসআই) খোকন রুদ্র দে বলেন, ‘বুধবার সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বানিয়াছড়া এলাকায় কক্সবাজারগামী গ্রীন লাইন পরিবহনের একটি বাস মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে দুই মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হলে হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা তাদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চিরিংগা হাইওয়ে পুলিশের ইনচার্জ ইমন চৌধুরী বলেন, ‘দুর্ঘটনা কবলিত গ্রীন লাইন পরিবহনের বাস ও মোটরসাইকেলটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। বাসের চালক ও চালকের সহকারী পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।’