কঠিন হলেও জামালের টার্গেট ৩ পয়েন্ট

Share Now..

বাংলাদেশ দলের স্প্যানিশ কোচ হ্যাভিয়ের কাবরেরা বলছিলেন তিনি জয়ের জন্য খেলবেন। অন্তত ড্র করে ১ পয়েন্ট পেলেও তিনি খুশি হবেন। বিপরীত কথা বলেছেন দলের অধিনায়ক জামাল ভুঁইয়া। তিনি জয় চান। ৩ পয়েন্ট নিতে চান। তবে বড় কথা হচ্ছে জামাল ভুঁইয়া একাদশে থাকবেন কিনা। সংশয় রয়েছে। কারণ গত ৬ জুন অস্ট্রেলিয়ার বিপক্ষে একাদশে ছিলেন না তিনি। বদলি খেলেছিলেন জামাল। 

কোচ তার ব্যাপারে এড়িয়ে গিয়ে বলেছিলেন টেকনিক্যাল কারণে একাদশে নেওয়া হয়নি জামালকে। তবে কী সেই টেকনিক্যাল কারণ, সেটি প্রকাশ করেননি কোচ। আজও সেটি হবে কিনা বলা যাচ্ছে না। লেবাননকে নিয়ে হোমওয়ার্ক করেছেন কোচ হ্যাভিয়ের কাবরেরা এবং তার ফুটবলাররা। অধিনায়ক জামাল জানিয়েছেন, লেবানন শক্তিশালী দল। আমরা অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ খেলেছি। একটা শক্তির উত্স রয়েছে আমাদের মধ্যে। গত কয়েক দিন আমরা লেবাননকে নিয়ে কাজ করেছি। কারণ অস্ট্রেলিয়া এবং লেবানন পৃথক দুটি দল। হিসাবটাও ভিন্ন।’

জামাল বলেন, ‘লেবানন কোন পজিশনগুলোতে ভালো, কোথায় দুর্বলতা রয়েছে, এগুলো এনালাইসিস করেছি। আপনি যদি দেখেন লেবানন গত দুই বছরে ৩ বার কোচ পরিবর্তন করেছে। এভাবে বার বার কোচ পরিবর্তন করলে দল ভালো হয় না। আমাদের মধ্যে এসব নিয়েও আলোচনা হয়েছে। আমাদের মধ্যে বিশ্বাস রয়েছে আমরা ৩ পয়েন্ট নিতে পারি।’ কাতারে অবস্থানরত বাংলাদেশের সমর্থকদের আজ মাঠে আসতে অনুরোধ করেছেন অধিনায়ক জামাল ভুঁইয়া। খলিফা স্টেডিয়ামে এসে প্রতিপক্ষ লেবাননের বিপক্ষে খেলা দেখতে বলেছেন তিনি। বিশ্বকাপের শহর দোহায় যাওয়ার পরই সেখানকার প্রবাসীরা ফুটবল দলকে অভ্যর্থনা জানিয়েছে। বাংলাদেশের মানুষের আগ্রহ দেখে খুশি হয়েছেন জামাল ভুঁইয়ারা। বলেছেন, ‘মাঠে এসে সাপোর্ট করুন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *