কনস্টাসকে ধাক্কা দিয়ে শাস্তি পেলেন কোহলি
বক্সিং ডে টেস্টে দারুণ ব্যাটিং করেছেন অভিষিক্ত স্যাম কনস্টাস। ১৯ বছর বয়সী এই ব্যাটারের ব্যাটিং এতোটাই প্রভাব ফেলেছেন যে স্লেজিংয়ের শিকার হয়েছেন তিনি। শুধু তাই নয় হেঁটে যাওয়ার পথে কনস্টাসের কাঁধে ধাক্কা দেন বিরাট কোহলি এ ঘটনায় ভারতের এই তারকা ব্যাটার শাস্তি পেয়েছেন।
খেলার দশম ওভার শেষে ঘটনাটা ঘটে। ওভার শেষ করে ক্রিজের মাঝে ধীরে ধীরে সতীর্থ উসমান খাওয়াজার দিকে আসছিলেন কনস্টাস। এই সময় ফিল্ডিং পজিশন বদল করতে যাওয়া কোহলি বেশ গতি নিয়ে হেঁটে ধাক্কা লাগান কনস্টাসের কাঁধে। ধাক্কার পর তাদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় করতে দেখা যায়। পরে খাওয়াজা ও আম্পায়ার এসে তা থামান। স্যাম কনস্টাসকে ধাক্কা দেওয়ায় কোহলিকে ম্যাচ ফি’র ২০% জরিমানা এবং একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে। আইসিসির ধারার ২.১২ ভঙ্গের কারণে এই শাস্তি পেয়েছেন ভারতের এই তারকা ব্যাটার।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) প্রথম দিনের খেলা শেষে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট কোহলিকে এই শাস্তি দেন। আইসিসির আচরণবিধির ২.১২ ধারায় বলা আছে, ক্রিকেট শারীরিক সংঘর্ষের খেলা নয়। অযাচিতভাবে যেকোনো ধরণের শারীরিক সংঘর্ষ ক্রিকেটে নিষিদ্ধ। কোন খেলোয়াড় যদি ইচ্ছাকৃতভাবে, বেপরোয়া হয়ে বা উপেক্ষা করে এমন কিছু করে তা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে।