কপিল শর্মার শোতে ফিরবেন সিধু, তবে দিলেন একটি শর্ত

Share Now..

ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় কপিল শর্মার কমেডি শো এক দশক পেরিয়ে এখন ওটিটির পর্দায়। চলতি বছরেই টিভি ছাড়িয়ে ওটিটির পর্দায় নতুন নামে এই অনুষ্ঠান যাত্রা শুরু করেছে। নেটফ্লিক্সে দেখা যাচ্ছে এই শো। নাম বদলে হয়েছে ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’।

২০১৩ সালে ছোট পর্দার একটি জনপ্রিয় চ্যানেলে শুরু হয় ‘কমেডি নাইটস উইথ কপিল’। যেই শো দিয়ে সঞ্চালকের ভূমিকায় রাতারাতি জনপ্রিয়তা পান কপিল শর্মা। শো-তে কপিল ও অন্যান্য অভিনেতা-অভিনেত্রীদের পাশাপাশি অতিথির চেয়ারে বসেন অর্চনা পূরণ সিং। অর্চনার আগে দীর্ঘদিন ধরে এই দায়িত্বেও সামলেছিলেন সাবেক ক্রিকেটার ও রাজনীতিবীদ নভোজিৎ সিং সিধু। এবার ফের কপিলের শো-এ ফিরলেন সিধু! কপিলের শো-তে তার নিয়মিত হাজিরা দেওয়ার পাশাপাশি জড়িয়ে পড়েছিলেন বিভিন্ন বিতর্কেও। শেষমেষ বিতর্কে জড়িয়ে পড়ার কারণেই কপিল শর্মার শো ছাড়তে হয় তাকে। এরপরই সেই জায়গা ভরাট করতে পা রাখেন অর্চনা। তিনিও দারুণ জনপ্রিয় লাভ করেন। 

ভারতীয় সংবাদমাধ্যম আজকালের এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি কপিলের শো-তে অতিথি হিসাবে সস্ত্রীক হাজির হয়েছিলেন সিধু। স্বভাবতই সিধুকে দেখে বেশ খুশি হয় নেটপাড়া। শো চলাকালীন কপিল তাকে অনুরোধ জানান, শো’য়ের আগামী সিজনে যেন পাকাপাকিভাবে ফিরে আসেন সিধু। একেবারে আগের মতো। শোনামাত্রই সম্মতি জানান সিধু। তবে রাখেন একটি শর্ত। সেটি পূরণ হলেই আসবেন তিনি। কী সেই শর্ত? সিধু জানান, আগামী সিজনে অর্চনাও তার সঙ্গে থাকবেন এবং অর্চনার আসনের পাশেই তার আসন রাখতে হবে, এতটুকুই। 

এই শর্ত পূরণ হলেই তিনি আবারও ফিরবেন কপিল শর্মা শো’তে। সিধুর মুখ থেকে এই কথা শুনে অভিভূত হয়ে পড়েন অর্চনা। তিনি সিধুকে ধন্যবাদও জানান।

One thought on “কপিল শর্মার শোতে ফিরবেন সিধু, তবে দিলেন একটি শর্ত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *