কপ-২৬ সম্মেলনের প্রথম দিনে যেসব আলোচনা হবে

Share Now..

আজ থেকে স্কটল্যান্ডের গ্লাসগোতে শুরু হচ্ছে বিশ্ব জলবায়ু সম্মেলন কপ-২৬। প্রায় ২০০ দেশের প্রতিনিধি এ সম্মেলনে অংশ নেবেন। ২০৩০ সালের মধ্যে কার্বন নিঃসরণ কীভাবে কমানো হবে তা ঘোষণা করবেন তারা। এখবর দিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, ইতিমধ্যেই বিজ্ঞানীরা সতর্ক করে বলেছেন, জলবায়ু বিপর্যয় এড়াতে জরুরি পদক্ষেপ নেওয়া প্রয়োজন। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, শীর্ষ সম্মেলন হবে বিশ্বের সত্য প্রকাশের মুহূর্ত।

ওয়ার্ল্ড মেটিওরোলজিক্যাল অর্গানাইজেশন (ডব্লিউএমও) দ্বারা প্রকাশিত জলবায়ুর অবস্থা সম্পর্কে একটি প্রতিবেদন প্রকাশিত হবে সম্মেলনের প্রথম দিন। জলবায়ু বিজ্ঞানীদের অস্থায়ী প্রতিবেদনে এই বছরের বৈশ্বিক তাপমাত্রার সঙ্গে তুলনা করা হবে।

বিশ্বের ইতিহাসে গত দশকটিই ছিল সবচেয়ে উষ্ণ। তাপমাত্রা বৃদ্ধি নিয়ন্ত্রণে আনতে জরুরী যৌথ পদক্ষেপের প্রয়োজন সে বিষয়ে সব সরকারই একমত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *