কবি আসাদ চৌধুরী হাসপাতালে

Share Now..


কানাডায় অবস্থানরত কবি আসাদ চৌধুরী হাসপাতালে র্ভতি রয়ছেনে। বভিন্নি শারীরকি জটলি কারণে স্থানীয় সময় বৃহস্পতবিার (১৫ জুন) রাতে তাকে টরন্টোর স্থানীয় একটি হাসপাতালরে ইমারজন্সেতিে নওেয়া হয়।

সংশ্লষ্টি সূত্রে জানা গছে,ে তনিি বশে কছিুদনি ধরে শ্বাসকষ্টসহ নানান জটলি রোগে ভুগছলিনে। এই অবস্থায় তাকে ক্যাথড্রোল দয়ো হলওে কোনো উন্নতি না হলে বৃহস্পতবিার রাতে দ্রুত ইমারজন্সেতিে নওেয়া হয়।

পরদনি শুক্রবার (১৬ জুন) সকাল ৬টার দকিে কবি আসাদ চৌধুরীকে ইন্টন্সেভি কয়োর কবেনিে নওেয়া হয়। র্বতমানে তনিি হাসপাতালে চকিৎিসাধীন রয়ছেনে।

কবি আসাদ চৌধুরী বশে কয়কে বছর ধরে স্বপরবিারে টরন্টোতে বসবাস করছনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *