কয়রায় অপ্রচলিত দানাদার ফসলের উপর মাঠ দিবস পালন।
কয়রা(খুলনা)প্রতিনিধিঃ
কয়রা উপজেলার ৪নং কয়রা গ্রামে
অপ্রচলিত দানাদার ফসলের উৎপাদন প্রযুক্তি শীর্ষক মাঠ দিবস পালন
করা হয়েছে। গতকাল ১ মার্চ সকাল ১০ টায় সরেজমিন কৃষি
গবেষণা বিভাগ খুলনার উদ্যোগে ও উদ্ভীদ প্রজনন বিভাগ
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট গাজীপুরের
সহযোগিতায় এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। সরেজমিন গবেষণা
বিভাগ খুলনার উধর্তন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ কামরুল
ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠনে প্রধান অতিথি ছিলেন উদ্ভীদ
প্রজনন বিভাগ বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট
গাজীপুরের উধর্তন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মতিয়ার রহমান।
বিশেষ অতিথি ছিলেন সরেজমিন কৃষি গবেষনার উধর্তন
বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোস্তফা কামাল শাহাদাত ও কয়রা
উপজেলা কৃষি অফিসার মোঃ শহিদুল ইসলাম। বৈজ্ঞানিক সহকারী
মোঃ জাহিদ হাসানের পরিচালনায় এতে আরও বক্তব্য রাখেন উপ-
সহকারি কৃষি অফিসার মোঃ আঃ হামিদ,স্থানীয় কৃষক মোঃ
হাসান আলী, গোপাল চন্দ্র ঢালী, সিবানী মন্ডল প্রমুখ।