কয়রায় অবৈধভাবে কাঁকড়া ধরার অপরাধে ৩ জেলে আটক।
Share Now..
কয়রা (খুলনা)প্রতিনিধিঃ
সুন্দরবন কোবাদক স্টেশনের আওতাধীন আড়পাঙ্গাশিয়া নদীর দলদলিয়া খালে অবৈধ ভাবে কাঁকড়া ধরার অপরাধে ৩ জেলেকে আটক করেছে বন বিভাগ। এ সময় তাদের নৌকা থেকে সুন্দরী ও গরান কাঠ উদ্ধার করা হয়। জানা গেছে গত মঙ্গলবার সন্ধ্যা ৭ টার দিকে কোবাদক স্টেশন কর্মকর্তা মোঃ ফারুকুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটককৃত জেলেরা হলেন গাবুরা গ্রামের মিয়াদত হোসেন, নজরুল ইসলাম ও সাহেব আলী। সুন্দরবন পশ্চিম বন বিভাগের (ডিএফও) ড. আবু নাসের মোহসীন হোসেন বলেন, এ ব্যাপারে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
Online games that will keep you on the edge of your seat Lucky Cola