কয়রায় ইটের সলিং রাস্তা ভাঙাচোরা, চলাচলে চরম দুর্ভোগ
\ কয়রা প্রতিনিধি, খুলনা \
খুলনার কয়রা উপজেলা মহেশ্বরী পুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড পূর্ব চৌকুনি থেকে আড়াই কিলোমিটার তেতুল তলার চর ও খোড়ল কাটি বাজার পর্যন্ত ইটের সলিং রাস্তাটি সংস্কারের অভাবে ২ জায়গায় ভেঙে গিয়েছে। ভাঙ্গা জায়গায় বাঁশের সাঁকো দিয়ে চলাচল করছে স্থানীয়রা। ২১ নভেম্বর বৃহস্পতিবার সকালে ঐ এলাকা ঘুরে আরও দেখা যায় অনেক জায়গায় ইট নেই। স্থানীয় কয়েকজন অভিযোগ করে বলেন আমাদের এলাকার ইউপি সদস্য ও ইউপি চেয়ারম্যানকে একাধিক বার অবহিত করেও কোনো রকম সাড়া পায়নি রাস্তাটি সংস্কারের জন্য। তাঁরা আরও বলেন রাস্তাটা ভাঙ্গা থাকার কারণে আমাদের ছোটো,ছোটো-ছেলে মেয়েরা সময় মতো স্কুলে পৌছাতে পারছেনা। রাস্তাটি দ্রæত সময়ে মেরামত করে দিলে আমরা চলাচল করতে উপকৃত হব। বিষয়টা নিয়ে একাধিকবার মহেশ্বরীপুর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান শাহনেওয়াজ শিকারির সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে তার নাম্বারটি বন্ধ পাওয়া যায়।
Rise to the top – Compete, play, and win! Lucky Cola