কয়রায় কৃষকের সেচে দেওয়ার পাইপ ভেঙে দেওয়ার অভিযোগ সংবাদ সম্মেলন।

Share Now..

(খুলনা)প্রতিনিধিঃ

খুলনার কয়রায় পূর্ব শত্রুতার জেরে
বোরো ধানে সেচ দেওয়ার পাইপ ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে।
যার ফলে সেচ দিতে না পারায় ৩৫ জন কৃষকের ৭০ বিঘা জমির
বোরা ধান শুকিয়ে মারা যাচ্ছে। এ বিষয়ে ক্ষতিগ্রস্ত উপজেলার ৩নং
কয়রা গ্রামের চাষীরা প্রতিকার চেয়ে গতকাল রোববার সকাল ১০
টায় কয়রা উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন। সংবাদ
সম্মেলনে চাষীদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন ৩নং কয়রা গ্রামের
কৃষক হাবিবুল্লাহ গাজী। লিখিত বক্তব্যে কৃষক হাবিবুল্লাহ
গাজী জানান, আমরা ৩৫ জন কৃষক মিলে কয়রা মৌজার ৩নং কয়রা
বিলে ৭০ বিঘা জমিতে চলতি বোরো মৌসুমে ধান রোপন
করেছি। চাষাবাদের জন্য ওই বিলের মোশারফ হোসেনের স্যালো
মেশিনের মাধ্যমে পানি সরবরাহ করে সেচ কার্য পরিচালনা করছি।
সম্প্রতি জায়গা জমির বিরোধ এবং পুর্ব শত্রুতার জের ধরে গত ৭মার্চ মোশারফ হোসেনের প্রতিপক্ষ একই এলাকার ইজাজুল গাজী
গংরা ৪৫০ ফুট স্যালো মেশিনের ডেলিভারী লাইনের পাইপ প্রকাশ্য
দিবালোকে ভেঙ্গে দিয়েছে। সেই থেকে পানি সরবরাহ বন্ধ থাকায়
ফসলি জমির ধান শুকিয়ে মারা যাচ্ছে। এতে করে অসহায় কৃষকদের
ব্যাপক ক্ষতি হয়েছে। এ ছাড়া তাদের মোটরও ভেঙ্গে দিয়েছে। কয়েক
দপা চেষ্টা করেও কোন প্রতিকার মেলেনি। পাইপ ভেঙে দেওয়ার বিষয়ে
জানতে চাইলে অভিযোগ স্বীকার করে অভিযুক্ত ইজাজুল গাজী
বলেন,মোশারফ গাজী আমার মামা। আমার মামার স্যালোর পাইপ
আমার জমির উপর দিয়ে নিয়ে গেছে। সম্প্রতি আমাকে এলাকা
থেকে তাড়ানোর জন্য বিভিন্ন ষড়যন্ত্র করছেন। এবিষয়ে জানতে
পেরে রাগান্বিত হয়ে আমি আমার মামার স্যালো মেশিন থেকে
পানি সরবরাহ করার ৪ টি পাইপ ভেঙে ফেলিছি। এ বিষয়ে কয়রা
ইউনিয়নের উপ-সহকারী কৃষি অফিসার অনুতাপ সরকার বলেন,
কৃষকের সেচ দেওয়ার পাইপ ভেঙে দেওয়ার বিষয়ে অভিযোগ পেলে
ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *