কয়রায় ছাত্র জনতার দাবীর মুখে দুই ইউপি চেয়ারম্যানের পদত্যাগ
\ কয়রা প্রতিনিধি, খুলনা \
খুলনার কয়রা উপজেলার দুই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদত্যাগ করছেন বলে জানা গেছে। গত ২০ আগষ্ট মঙ্গলবার কয়রা উপজেলা ধীন ২নং বাগালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুস সামাদ ও ৬নং উত্তর বেদকাশি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কোম্পানি আলহাজ্ব নূরুল ইসলাম পদত্যাগ করছে। জানা যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়রা উপজেলা শাখার সমন্বয়ক রাতুল হাসানের নেতৃত্বে সাধারণ ছাত্র জনতা ও স্থানীয় জনসাধারণের তোপের মুখে তারা পদত্যাগ করতে বাধ্য হন। বেশ কয়েকজন ছাত্র ও সাধারণ মানুষ বলেন গত ২৭/১০/২০২১ সালে একটি ভোটার বিহীন নির্বাচনে তাঁরা নির্বাচিত হয়। আমাদের দাবি তাদেরকে আজকের মধ্যে পদত্যাগ করতে হবে। বিষয়টা নিয়ে কথা অত্র দুই ইউনিয়নের ইউপি চেয়ারম্যানদের সাথে তাঁরা বলেন আমরা নিজ ইচ্ছায় স্বেচ্ছায় পদত্যাগ করেছি।