কয়রায় জামায়াতে ইসলামীর যুব সমাবেশ অনুষ্ঠিত
\ কয়রা প্রতিনিধি, খুলনা \
বাংলাদেশ জামায়াতে ইসলামী কয়রা উপজেলার উত্তর বেদকাশি ইউনিয়ন যুব বিভাগের যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত ২০ অক্টোবর কাছারী বাড়ি বাজার সংলগ্ন মাঠে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চলের সহকারী পরিচালক আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সূরা সদস্য মাওঃ গোলাম সরোয়ার,কয়রা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মিজানুর রহমান, সেক্রেটারি মাওলানা সাইফুল্লাহ, কয়রা উপজেলা শ্রমিক কল্যাণ বিভাগের সভাপতি বিশিষ্ট সমাজ সেবক মোল্লা শাহাবুদ্দিন আহমেদ, কয়রা উপজেলা ছাত্র প্রতিনিধি মোশাররফ হোসেন রাতুল,শেখ আনোয়ার অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা, সেক্রেটারি উত্তর বেদকাশি ইউনিয়ন জামায়াতে ইসলামী জী এম এনামুল কবির প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে আবুল কালাম আজাদ বলেন আগামীর সুখী সম্মৃদ্ধ সোনার বাংলাদেশ গড়তে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিকল্প কোনো দল নয়। আমরা সবাই বাংলাদেশী কেউ এখানে স¤প্রদায় স¤প্রতি থাকবেনা মিলে মিশে এক সাথে সোনার বাংলাদেশ গড়তে চাই। অনুষ্ঠিত পরিচালনা করেন জামায়াতে ইসলামী উত্তর বেদকাশি ইউনিয়ন শাখা আমীর মাষ্টার জী এম নূরু কামাল।