কয়রায় জে জে এস ও শাপলা নিড় এর যৌথ আয়োজনে দুর্যোগ বিষয়ক উঠান বৈঠক
Share Now..
\ কয়রা (খুলনা) প্রতিনিধি \
খুলনার কয়রা উপজেলার সদর ইউনিয়নের ৬ নং কয়রা গ্রামের আদিবাসী (মুন্ডা স¤প্রদায়ের) সাথে দুর্যোগ বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ১৫ জানুয়ারি সকাল ১১ টার সময় উঠান বৈঠকে উপস্থিত ছিলেন শাপলা নিড় কান্ট্রি ডিরেক্টর বাংলাদেশের তোমোকো উচিয়ামা, জে জে এস প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আনিসুর রহমান, এট এম জাকির হোসেন নির্বাহী প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, প্রোগ্রাম ম্যানেজার আব্দুল মালেক, এস এ মজিদ। উঠান বৈঠকে আলোচনা করা হয় দুর্যোগ, ঘূর্ণিঝড় আসলে করনীয় কি। সেই বিষয়ের উপর সচেতনতা বৃদ্ধি। দুর্যোগ আসলে দ্রæত সাইক্লোন শেল্টারে যেতে হবে। নিয়মিত ঘূর্ণিঝড় সর্তক সংকেত শুনতে হবে, সংকেত মেনে চলতে হবে। শুকনো খাবার প্রয়োজনীয় জিনিসপত্র সাথে নিয়ে সাইক্লোন শেল্টারে যেতে হবে।