কয়রায় ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধের নিচ দিয়ে পাইপ ঢুকিয়ে লোনা পানি উত্তাল
\ কয়রা (খুলনা) প্রতিনিধি \
কয়রা উপজেলার মহারাজ পুর ইউনিয়নের মেঘার আইট গ্রামের ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধের নিচ দিয়ে অবৈধভাবে পাইপ ঢুকিয়ে লোনা পানি উত্তালনের অভিযোগ উঠছে। ৭ই ডিসেম্বর দুপুরে মেঘার আইট গ্রামের কপোতাক্ষ নদীর বেড়িবাঁধ এলাকায় ঘুরে দেখা গেছে ৩ জায়গায় বেড়িবাঁধের নিচ দিয়ে পাইপ ঢুকিয়ে লোনা পানি উত্তাল করছে। নাম পরিচয় গোপন রেখে কয়েকজন স্থানীয় বাসিন্দা অভিযোগ করে বলেন এলাকার কয়েকজন প্রভাবশালী ব্যক্তিরা মিলে আমাদের এলাকার বেড়িবাঁধের নিচ দিয়ে পাইপ ঢুকিয়ে লোনা পানি উত্তাল করে মাছ চাষ করছে। আমাদের দাবি অবিলম্বে এসব পাইপ বন্ধ করে বেড়িবাঁধ রক্ষা করা হোক। বিষয়টা নিয়ে কথা হয় মহারাজপুর ইউনিয়নে ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ বলেন লোনা পানির ঘের বন্ধ না করতে পারলে বেড়িবাঁধের নিচ দিয়ে পাইপ ঢুকিয়ে লোনা পানি উত্তাল বন্ধ। কয়রা উপজেলা নির্বাহী অফিসার ইউ এন ও রুলী বিশ্বাস বলেন যারা বেড়িবাঁধের নিচ দিয়ে অবৈধভাবে পাইপ ঢুকিয়ে লোনা পানি উত্তাল করছে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করা হবে।