কয়রায় টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে গণস্বাক্ষরিত কর্মসূচি

Share Now..

\ কয়রা প্রতিনিধি, খুলনা \
দুর্যোগ প্রবনতা উপক‚লীয় জনপদ কয়রায় টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ অক্টোবার) সকাল ১০ টায় কয়রা সদরের তিনরাস্তা মোড়ে এই কর্মসূচীর আয়োজন করা হয়। কর্মসূচী বাস্তবায়নের উদ্যোক্তা নর্দান ইউনিভার্সিটির শিক্ষার্থী দেবব্রত সরকার বলেন, প্রতিনিয়ত নদী ভাঙ্গন, ঝড়, জলোচ্ছ¡াসের মতো প্রাকৃতিক দুর্যোগের সাথে লড়াই করে বেঁচে থাকে কয়রার মানুষ। ষাটের দশকে নির্মিত সেই দুর্বল বেড়িবাঁধ রয়েছে ঝুকিপূর্ণ। দির্ঘদিন তা সংস্কার না করায় ভাঙ্গন আতংকে দিন কাটে কয়রাবাসির। তাই অধিক গুরুত্ব দিয়ে কয়রায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা এখন সময়ের দাবিতে পরিনিত হয়েছে। বাংলাদেশ মানবাধিকার ব্যুরোর কয়রা উপজেলা শাখার আহবায়ক মোঃ তরিকুল ইসলাম বলেন, উপক‚লীয় এলাকা কয়রায় টেকসই বেড়িবাঁধ না থাকার কারনে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে আমরা সকলেই নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। যার কারনে বেড়িবাঁধ নির্মানের বরাদ্দের অর্থের সঠিক ব্যবহার ও নির্মাণ কাজের পাশে শিডিউলের সাইনবোর্ড স্থাপন নিশ্চিত করার দাবি জানায়। কয়রার কপোতাক্ষ কলেজের সাবেক অধ্যাপক আ,ব,ম আঃ মালেক বলেন, কয়রা দেশের অর্থনৈতিক দিক দিয়ে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এখানকার সুন্দরবন হতে সরকার প্রতি বছর কোটি কোটি টাকা রাজস্ব আয় করে থাকে। এই অঞ্চলের সাদাসোনা বলে খ্যাত বাগদা চিংড়ি উৎপাদন করে ব্যাপক অর্থনৈতিক অর্জন করে। এত সব সম্ভবনার জায়গায় উন্নয়নে রয়েছে অনেক পিছিয়ে। সেই দিকটা বিবেচনা করে অগ্রাধিকার ভিত্তিতে কয়রার আপামর জনসাধারণের প্রাণের দাবি দীর্ঘমেয়াদী টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা অতি জরুরী হয়ে পড়েছে। গণস্বাক্ষরতা কর্মসূচীতে হাজার হাজার লোকজন স্বাক্ষর করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *