কয়রায় দরিদ্র মানুষেরা জীবিকা নির্বাহের জন্য নদী থেকে চিংড়ি মাছের পোনা ধরছে
\ কয়রা প্রতিনিধি \
দেশের দক্ষিণ জনপদ খুলনার কয়রা উপজেলা এখানকার বেশির ভাগ মানুষ দরিদ্র সীমার নিচে বসবাস করে। এই এলাকার মানুষ বেশির ভাগ সুন্দরবনের উপর নির্ভরশিল। জেলে, বাওয়ালি, মোয়ালিরা। তবে এছাড়া ভ্যান চালক, দিন মুজুর খেটে খাওয়া মানুষ ও বসবাস করে ভ্যান চালক, দিনমুজুরদের সঙ্গে কথা বলে জানা গেছে প্রচন্ড গরমে ভ্যানে ঠিকমত মানুষজন হচ্ছেনা, দিন মুজুরের কাজও করতে পারছিনা। বছরে তিন মাস সুন্দরবন বন্ধ থাকে সেই জন্য তাদের জীবিকা নির্বাহ করতে কষ্টসাধ্য হয়ে উঠছে। সরজমিনে গিয়ে ৫/৬নং কয়রা গ্রামের বেশ কয়েকজন জেলের সাথে কথা হলে তারা বলেন বর্তমান সময় নিত্যপ্রয়োজনীয় জিনিসের যে দাম তা আমাদের হাতের নাগালের বাইরে চলে গেছে। সুন্দরবনে চাহিদা অনুযায়ী মাছ, কাঁকড়া হচ্ছে না তাই এই নদী থেকে চিংড়ি মাছের পোনা ধরে গ্রামের চিংড়ি মাছের ঘের মালিকদের কাছে বিক্রি করে অনেক কষ্ট করে নিজেদের পরিবার পরিজন নিয়ে দিন কাটাচ্ছি। এমতাবস্থায় কি করবো তা ভেবে উঠতে পারছিনা। তাই আমাদের দাবি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে তিনি জেন একটু সহযোগিতা করেন।