কয়রায় বলৎ কারের অভিযোগে হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক বহিষ্কার।

Share Now..

মোঃ রউফ কয়রা(খুলনা) প্রতিনিধিঃ

কয়রা উপজেলার সদর ইউনিয়ন এ-র ৫/৬নং কয়রা আল্ কদর জামেমসজিদের খতিব ও আল্ কদর হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক হাফেজ মোঃ আবুল হাসান এ-র বিরুদ্ধে ছাত্র কে বলৎ কারের অভিযোগে বহিষ্কার করা হয়েছে। গতকাল বুধবার এমন অভিযোগ পাওয়া গিলে সরজমিনে ঐ মাদ্রাস গিয়ে জানাযায় হাফেজ মোঃ আবুল হাসান এ-র বিরুদ্ধে ৭/৮ জন ছাত্র অভিযোগ করেন তাদের কে প্রতিনিয়ত বলৎ কারের শিকার হতে হতো। তার বিরুদ্ধে কথা বলতে গিলে নির্যাতনের হুমকি দিতো ভয়পেয়ে আমরা মুখ খুলতামনা। কিন্তু হাতেনাতে ধরা খওয়ার পর যখন আমরা শুনেছি ঐ হুজুর আর এখানে আসবেনা তখন আমরা এ-ই মাদ্রাসার ম্যানেজিং কমিটিকে সব সথ্য টা বলে দিয়েছি। অভিযুক্ত ব্যক্তি হাফেজ মোঃ আবুল হাসান এ-র ফোনে একাধিক বার কল করা হলে তাঁকে ফোনে পাওয়া যায়নি। বিষয় টি নিয়ে কথা হয় অত্র মাদ্রাসার ম্যানেজিং কমিটির সাধারণ সম্পাদক মা-ওঃ মোস্তাফিজুর রহমানের সাথে তিনি বলেন ছাত্ররা আমাদের কাছে অভিযোগ করছে এবং সরজমিনে তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আমরা তাকে বহিষ্কার করেছি।

3 thoughts on “কয়রায় বলৎ কারের অভিযোগে হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক বহিষ্কার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *