কয়রায় বসতবাড়ি ভাংচুর ও লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন

Share Now..

\ কয়রা প্রতিনিধি \
কয়রায় বাড়ি-ঘর ভাংচুর ও মালামাল লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন উপজেলার ইসলামপুর গ্রামের মৃত আবুল হোসেন সানার পুত্র মোশাররফ হোসেন। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বেলা ১১ টায় কয়রা উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে লিখিত বক্তব্যে তিনি জানান, গত ৬ আগষ্ট দুপুরের দিকে পূর্ব শত্রæতার জের ধরে একই গ্রামের ছায়ফল গাইনের পুত্র মুকুল গাইনের নেতৃত্বে ১০/১২ জন দুষ্কৃতকারী লোকজন আমার ৩ টি বসত বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করার পাশাপাশি ঘরে থাকা মালামাল লুটপাট করে নিয়ে যায়। এতে করে আমার আনুমানিক ১৫ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন হয়েছে। আমি নিরুপায় হয়ে গত ২২ আগস্ট কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করি। যার মামলা নং-সিআর ৪১১/২৪। বর্তমানে মামলাটি আদালতে চলমান রয়েছে। মামলা করার পর মুকুল গাইন গংরা ক্ষীপ্ত হয়ে আমাকে সহ আমার পরিবারের লোকজনদের বিভিন্নভাবে হুমকি ধামকি অব্যাহত রেখেছে। ইতিমধ্যে তারা আমাদের বাড়ি হতে তাড়িয়ে দিয়েছে। বর্তমানে আমি সহ আমার পরিবারের লোকজন বাড়ি ছাড়া রয়েছি। যার প্রেক্ষিতে মানবেতর জীবন যাপন করছি। তারা দুষ্কৃতকারী লোকজন। তাদের ভয়ে বাড়িতে যেতে পারছিনা। সংবাদ সম্মেলনের মাধ্যমে আমি ও আমার পরিবারের লোকজন যাতে নিরাপত্তা পেতে পারি ও বাড়িতে গিয়ে বসবাস করতে পারি তার জন্য প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *