কয়রায় বিশ্ব পানি দিবস পালন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত।
কয়রা(খুলনা)প্রতিনিধিঃ
কয়রা উপজেলা প্রশাসনের উদ্যোগে
ও ব্র্যাক ওয়াশ কর্মসুচী প্রকল্পের সহযোগিতায় বিশ্ব পানি দিবস পালন উপলক্ষে র্যালী শেষে আলোচনা সভা গতকাল বুধবার সকাল
১০ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মমিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে
প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এস এম শফিকুল ইসলাম।
ব্র্যাকের ওয়াশ প্রকল্পের কর্মসুচী সংগঠক উজ্জ্বল কুমারের পরিচালনায় এতে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা উপজেলা প্রানী সম্পদ অফিসার ডাঃ মুস্তাইন বিল্যাহ, জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ ইশতিয়াক আহমেদ, প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ রিয়াছাদ আলী, ব্র্যাকের শাখা ব্যাবস্থাপক রেশমা খাতুন, টিবি কোনট্রলার প্রোগ্রাম অফিসার সুশান্ত কুমার রায়, শিক্ষক মোঃ জিয়াউর রহমান, শিক্ষার্থী আশিকুজ্জামান, দিলরুবা খাতুন, ইরিন আক্তার প্রমুখ।