কয়রায় ভারতে উপ হাইকমিশনে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
\ কয়রা (খুলনা) প্রতিনিধি \
খুলনার কয়রা উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে ভারতের আগরতলা বাংলাদেশের উপ হাইকমিশনে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ ডিসেম্বর) কয়রা সদর ইউনিয়ন মোড় থেকে বিক্ষোভ মিছিলটি কয়রার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মধুর মোড়ে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয়। বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখেন ছাত্র অধিকার পরিষদের সভাপতি মোঃ বিল্লাল হোসেন, গণঅধিকার পরিষদের সভাপতি মোঃ ইয়াসিন আলী, সেক্রেটারি ছাত্র শিবির মোঃ আসমাতুল্লাহ, মোঃ মাসুম বিল্লাহ সভাপতি যুব বিভাগ জামায়াতে ইসলামী মহারাজপুর ইউনিয়ন, আব্দুল হাই সিদ্দিকী সাবেক ছাত্র নেতা, মোঃ শরিফুল আলম আহবায়ক যুব দল কয়রা উপজেলা শাখা ও কয়রা উপজেলা প্রেসক্লাব সভাপতি, মহাসিন আলম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি, মোঃ গোলাম রব্বানী ছাত্র প্রতিনিধি কয়রা উপজেলা। বিক্ষোভ মিছিলে বক্তারা বলেন স¤প্রতি ভারতের ত্রিপুরার আগরতলা বাংলাদেশ উপ হাইকমিশনে হামলার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। আমরা এই হামলায় যাঁরা জড়িত তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় এনে শাস্তির দাবি করছি। ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশকে নিয়ে মিথ্যা ও বানোয়াট ভিত্তিহিন সংবাদের প্রতিবাদ জানায়। আমাদের সবাইকে সজাগ থাকতে হবে জেনো আর কোনভাবে ভারতের দালাল ফ্যাসিবাদিরা না আসতে পারে।