কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

Share Now..

\ কয়রা প্রতিনিধি, খুলনা \
কয়রায় শিক্ষক হত্যা মামলার আসামীদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করে হয়রানী করছে বলে অভিযোগ পাওয়া গেছে। মিথ্যা অভিযোগ থেকে পরিত্রান পাওয়ার দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন উপজেলার ২নং কয়রা গ্রামের মুত্যু নজির উদ্দিন মোল্যার পুত্র ইমদাদুল হক। মঙ্গলবার (১৫ অক্টোবার) দুপুর ১২ টায় কয়রা উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ৫ আগস্টের বাংলাদেশের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা শুরু হয়। সারা দেশে ভাংচুর, হামলা সহ লুটপাট চালায় এক শ্রেণীর স্বার্থনেশি মানুষ। ঐ দিন আমাদের এলাকায় একটি অনাকাঙ্কিত ঘটনায় শিক্ষক রেজাউল করিম আহত হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। ঐ ঘটনার পর সম্পুর্ণ ব্যক্তি আক্রসে তার কন্যা বাদী হয়ে আমাদেরকে আসামী করে হত্যা মামলা দায়ের করেন। তারই রেশ ধরে কোন ঘটনা ছাড়াই তারা আমাদের বিরুদ্ধে গত ১০ অক্টোবার কয়রা থানায় একটি সাধারণ ডায়েরী করে যার নং-৪২১। সেখানে অভিযোগ করা হয় মামলার আসামী সোহরাব হোসেন, ইমদাদুল হক, মেহেদী হাসান, রুহুল আমিন, ফারুক সহ আরও অনেকেই। মামলা তুলে নিতে বাদীকে প্রাণের হুমকি দেওয়া হয়েছে। এছাড়া মামলায় স্বাক্ষীদের নানা রকম ভয়ভীতি প্রর্দশন করা হচ্ছে। এমন অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। আমাদেরকে হয়রানী করার জন্য সম্পূর্ণ মিথ্যা অভিযোগের ভিত্তিতে এমন তথ্য প্রদান করে কয়রায় থানায় জিডি করা হয়েছে। সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রকৃত ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *