কয়রায় যৌথ অভিযানে এক মাসে ৬০ কেজি হরিণের মাংস সহ আটক ৩

Share Now..

\ কয়রা প্রতিনিধি, খুলনা \
গত এক মাসে কয়রা উপজেলার বিভিন্ন এলাকা থেকে ৬০ কেজি হরিণের মাংস সহ আটক করা হয়েছে ৩ জনকে। এসব এলাকার সাধারণ মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে কিছু অসাধু বন কর্মকর্তাদের সহযোগিতায় চোরা শিকারীরা হরিণ শিকারের ফাঁধ নিয়ে অবৈধভাবে সুন্দরবনে প্রবেশ করে হরিণ শিকার করে আসছে। এসময় তাদের কাছ থেকে আরও জানা যায় কয়রা উপজেলার দক্ষিণ বেদকাশি ইউনিয়ন ছোটো আংটিহারা, গোল খালি, জোড় শিং উত্তর বেদকাশির হরিয়ারপুর, কাটকাটা, পাথর খালি কয়রা সদরের ৬নং কয়রা, ৫নং কয়রা, ৪নং কয়রা, মহারাজপুর ইউনিয়নের মঠবাড়ি, পবনা, মহেশপুর ইউনিয়নের শেখের কোনা, চারের কোনা। এসব এলাকার চোরা শিকারীরা প্রতি নিয়ত সুন্দরবনে প্রবেশ করে হরিণ শিকার করে আসছে। গত ৫ই আগস্টের পর থেকে সুন্দরবনে নানা অবৈধ কার্যক্রম বেড়েছে বলে বিশিষ্ট ব্যক্তিদের মতামত। কয়রা উপজেলা সুশীল সমাজের ব্যক্তিদের সাথে আলাপ করলে তারা বলেন দেশি মাংসের দামের চেয়ে হরিণের মাংসের দাম কম থাকায় সাধারণ মানুষের কাছে চাহিদা বেড়েছে। বর্তমান কয়রায় প্রতি কেজি গরুর মাংসের দাম সড়ে ৬০০ টাকা থেকে ৭০০ টাকায় বিক্রি হচ্ছে, হরিণের মাংস প্রতি কেজি হরিণের মাংসের দাম সাড়ে ৪০০ টাকা থেকে ৫০০ টাকায় বিক্রি হচ্ছে। বিষয়টি নিয়ে কথা আলাপ করেছিলাম সুন্দরবন পশ্চিম বন বিভাগের সহকারী বন কর্মকর্তা এ জে ডে হাসানুর রহমান এর সাথে। তিনি বলেন সুন্দরবনের সকল অবৈধ কার্যক্রমের সাথে যারা জড়িত থাকবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে কয়রা উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস বলেন সুন্দরবন ও কয়রা উপজেলার বিভিন্ন অবৈধ কার্যক্রমের সাথে জড়িতদের আইনের আওতায় এনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *