কয়রায় লিফলেট বিতরণের সময় ৪ আওয়ামী লীগ নেতা আটক

Share Now..

\ কয়রা (খুলনা) প্রতিনিধি \
খুলনার কয়রায় আওয়ামী লীগের নেতাকর্মীরা সরকার বিরোধী লিফলেট বিতরণ করার সময় চারজনকে আটক করেছে পুলিশ। থানা সূত্রে জানা যায়, গত মঙ্গলবার দক্ষিণ বেদকাশী ইউনিয়নে বিশৃঙ্খলা সৃষ্টি ও বর্তমান সরকারের ভাবমুর্তি ক্ষুন্ন করার উদ্দেশ্যে কয়রার দক্ষিণ বেদকাশী আংটিহারা ¯øূইচ গেটের পাশে নাশকতার পরিকল্পনায় গোপন বৈঠকের সময় স্থানীয় আওয়ামীলীগের নেতা-কর্মীরা সরকার বিরোধী লিফলেট বিদ্যুৎ এর খুঁটি, দেওয়ালে সাটানোর সময় স্থানীয় জনগন চার জন নেতাকর্মীকে ধরে পুলিশের কাছে হস্তান্তর করে। পরে পুলিশ তাদেরকে আটক করে থানায় নিয়ে আসে। আটককৃত আসামিদের বিরুদ্ধে ১৫(৩)/২৫-উ ঞযব ঝঢ়বপরধষ চড়বিৎং অপঃ, ১৯৭৪ ধারায় মামলা দায়ের করা হয়। আটকৃতরা হলেন উপজেলার দক্ষিন বেদকাশী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আংটিহারা গ্রামের মৃত গোলাপ খাঁনের ছেলে আব্দুস সালাম খাঁন, মৃত কাশেম গাজীর ছেলে রুহুল আমিন গাজী, মাটিয়াভাঙ্গা গ্রামের মৃত আবুল কাশেম মোড়লের ছেলে সিরাজুল ইসলাম মোড়ল ও মৃত ইসমাইল হাওলাদারের ছেলে মহিদুল ইসলাম হাওলাদার। সকলে ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মী বলে জানা গেছে। কয়রা থানার অফিসার ইনচার্জ (ওসি) জিএম ইমদাদুল হক জানান, আটককৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে। মামলা নং-২/১৮,তারিখ ০৪/০২/২০২৫ ইং। তাদেরকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *