কয়রায় সড়ক যেন মরণ ফাঁদ-দেখার কেউ নেই
\ কয়রা প্রতিনিধি, খুলনা \
খুলনার কয়রা উপজেলার একমাত্র খুলনা গামি রাস্তাটিতে জেনো মরণ ফাঁদ হয়ে উঠছে। চলাচলে চরম দুর্ভোগ পোয়াচ্ছে সাধারণ মানুষ জন। সড়ক ও জনপদ বিভাগের এই রাস্তাটি বহু দিন যাবত সংস্কার না হওয়ায় বিপাকে বসা, ট্রাক, সিএনজি মোটরসাইকেল ও ভ্যান চালকরা। খুলনা জেলা থেকে সরাসরি কয়রাতে আশা প্রায় ৯০ কিলোমিটার রাস্তার কয়রা উপজেলার অংশে মহারাজ পুর ও কয়রা সদরের এই রাস্তা টি দুই জায়গায় কালর্ভাট ভেঙে পড়ছে সংস্কার না করায় দিন দিন দুর্ঘটনা প্রবণ হয়ে উঠছে। সরজমিনে গিয়ে দেখা যায় কালর্ভাট দুই নম্বর রাস্তাটার খুবই করুন অবস্থা বৃষ্টি হলেই রাস্তার খানা খন্দে পানি জমছে প্রায় প্রতি দিন দুই, একটি দুর্ঘটনা ঘটছে বলে স্থানীয়রা জানান। বিষয়টা নিয়ে কথা বলতে মহারাজপুর ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল্যা আল মাহমুদ এর মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তার ফোনটি রিসিভ করেনি। কয়রা সদর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান এস, এম বাহারুল ইসলামের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তাঁর ফোনটি বন্ধ পাওয়া যায়। বিষয়টা সড়ক ও জনপদ বিভাগের একাধিক কর্মকর্তার সাথে কথা হলে কেউ সুস্পষ্ট তথ্য দিতে পারিনি।