কয়রায় সাবেক ইউপি চেয়ারম্যানের ঘনিষ্ঠ সহযোগীর পকেটে কয়েক লক্ষাধিক টাকা

Share Now..

\ কয়রা প্রতিনিধি, খুলনা \
খুলনার কয়রা উপজেলার সদর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান এস,এম বাহারুল ইসলামের ঘনিষ্ঠ সহযোগী ৯নং ওয়ার্ড ৬নং কয়রা গ্রামের মোঃ সলেমান তিনি ৫নং কয়রা ও ৬নং কয়রা গ্রামে ত্রিশ কার্ড, পানির টাংকি, বয়স্ক ভাতা সহ অন্য, অন্য ত্রাণ সামগ্রী দেওয়ার কথা বলে প্রায় তিন লক্ষের বেশি টাকা হাতিয়ে নিয়েছে বলে জানা গেছে। ভুক্তভোগী ৫নং কয়রা গ্রামের মোঃ গাউস হাওলাদার বলেন, পানির টাংকি দেওয়ার কথা বলে পাঁচ হাজার টাকা নিয়েছিলো দুই বছরের বেশি হলেও টাংকি দেয়নি। টাকা ফেরত চাইলে নানান অজুহাত দেখিয়ে চলছে। একই গ্রামের মোঃ আসাদুল ইসলাম বলেন পানির টাংকি দেওয়ার কথা বলে আমার কাছ থেকেও পাঁচ হাজার টাকা নিয়েছিলো পানির টাংকি দেয়নি যে টাকা আমার কাছে থেকে নিয়েছিলো সেই টাকাও ফেরত দেয়নি। ৬নং কয়রা গ্রামের মোঃ রেজাউল গাজী বলেন সলেমান আমারে চেয়ারম্যানকে বলে পানির টাংকি ও ত্রিশ কার্ড পাইয়ে দিবে বলে কিছু খরচ চায়। রেজাউল গাজী বলেন খরচ বাবদ সে আমার কাছে থেকে ১৩ হাজার টাকা নেয়। টাকা নিয়েও ত্রিশ কার্ড ও পানির টাংকি দেয়নি। গাউস আরও বলেন আমার যখন টাংকি দিচ্ছে না আমি সরাসরি তৎকালিন সময়ের ইউপি চেয়ারম্যান এস,এম বাহারুল ইসলামের সাথে কথা বলি। তিনি আমাকে বলেন, পানির টাংকির জন্য সলেমান আমার কাছে কোনো টাকা দেয়নি। বিষয়টি নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যান এস, এম বাহারুল ইসলামের সাথে কথা বলার জন্য একাধিকবার তার মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তার ফোন বন্ধ পাওয়া যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *