কয়রার বেদকাশি কাছারী বাড়ি বাজার কমিটির নির্বাচন হারুন সভাপতি ও আসাদুজ্জামান সম্পাদক নির্বাচিত।
কয়রা(খুলনা)প্রতিনিধিঃ
কয়রা উপজেলার ঐতিহ্যবাহি বেদকাশিকাছারী
বাড়ি বাজার কমিটির নির্বাচন সুষ্ঠু ও সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার সকাল ৯ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত বিরতীহিন ভাবে ভোট
গ্রহন করা হয়। ৩ বছর মেয়াদী এ নির্বাচনে ২০৮ জন ভোটারের মধ্যে ২০১ জন
ভোটার তাদের ভোটারিধার প্রয়োগ করেন। নির্বাচনে ১১১ ভোট পেয়ে
সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ হারুন অর রশিদ। তার নিকটতম প্রতিদ্ধন্দি
প্রার্থী শাহাদাত হোসেন মিলন ভোট পেয়েছেন ৫৪ অপর প্রার্থী আসাদুল
ইসলাম পেয়েছেন ৩৪ ভোট। সাধারণ সম্পাদক পদে আসাদুজ্জামান আছিফ
১৩১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী ইউপি সদস্য
মোস্তাফিজুর রহমান ভোট পেয়েছেন ৬৮। কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন
আরিফুল ইসলাম। তার প্রতিবন্ধী প্রাথর্ী ছিলেন রুস্তুম গাজী। এছাড়া বিনা
প্রতিদ্বন্দীতায় সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন আমিনুর ঢালী,
সাংগঠনিক সম্পাদক মোঃ কামাল হোসেন ও ক্রীড়া সম্পাদক মোঃ সোহাগ
হোসেন। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন
বাজার কমিটির উপদেষ্টা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব সরদার নুরুল ইসলাম
কোম্পানি। তার সাথে সার্বিক সহযোগিতা করেন ইউনিয়ন পরিষদের
সদস্যবৃন্দ। নির্বাচন আইন শৃঙ্খলার দায়িত্ব পালন করেন কাটকাটা পুলিশ
ফাঁড়ির এস আই তাওহিদুল ইসলাম ও ফঁাড়ির পুলিশ সদস্য সহ গ্রাম পুলিশ
সদস্যরা। ফলাফল ঘোষনার সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য গনেশ চন্দ্র মন্ডল,
হরষিত কুমার মন্ডল, আঃ সবুর, রেজাউল করিম, শেখ সিরাজুল ইসলাম, আবু
হাসান, রমেশ চন্দ্র মন্ডল, অশোক কুমার শীল, শাহানাজ আক্তার, মিতা মন্ডল, ইরানী
আক্তার প্রমুখ। নির্বাচনে নির্বাচিত সকলকে নেতৃবৃন্দদেরকে বাজার ব্যবসায়ীদের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে।
Crush the competition and rise to the top. Lucky Cola