করোনাকালে সাহায্যের হাত বাড়ালেন অজয়
ভারতে ভয়াবহ করোনা পরিস্থিতিতে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন বলিউড তারকারা। এবার মুম্বাইয়ে টিকাদান শিবিরের আয়োজন করে মানবিকতার পরিচয় দিলেন বলিউড তারকা অজয় দেবগন।
শুক্রবার বিনোদন জগৎ এবং সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত কর্মীদের টিকাকরণের ব্যবস্থা করে দেন তিনি।
এই প্রথম নয়, অতীতেও মানুষের পাশে দাঁড়িয়েছেন অজয়। বৃহন্মুম্বাই কর্পোরেশন এবং হিন্দুজা হাসপাতালের সঙ্গে হাত মিলিয়ে করোনা আক্রান্তদের জন্য আপদকালীন চিকিৎসা এবং আইসিইউ পরিকাঠামো গড়ে তোলার ব্যবস্থা করেছিলেন অভিনেতা।
রাজকুমার হিরানি, কর্ণ জোহর, মহাবীর জৈনের মতো প্রযোজকরাও বলিউডের সঙ্গে যুক্ত কর্মীদের বিনামূল্যে টিকাকরণের ব্যবস্থা করে দিয়েছিলেন।ইন্ডাস্ট্রির সমস্ত কর্মীর টিকাকরণের জন্য এগিয়ে এসেছেন যশরাজ ফিল্মস-এর চেয়ারম্যান এবং পরিচালক আদিত্য চোপড়া। ইতিমধ্যেই প্রযোজনা সংস্থার মুম্বাইয়ের স্টুডিয়োকে টিকাকরণ কেন্দ্রে পরিণত করেছেন তিনি। সেখানে ধাপে ধাপে টিকা দেওয়া হবে কর্মীদের। প্রথম ধাপে টিকা পাবেন ৪ হাজার কর্মী। ইন্ডাস্ট্রির ফেডারেশনের অন্তর্ভুক্ত (ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ) ৩০ হাজার কর্মীকে টিকা দেওয়ার পরিকল্পনা করেছেন তারা।
Get ready to conquer the virtual battlefield Lucky Cola