করোনায় আরেকজনের মৃত্যু, শনাক্ত ৪৮ 

Share Now..

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মাসে করোনায় চারজনের মৃত্যু হলো। আর চলতি বছর মৃত্যু হলো নয়জনের।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

এতে বলা হয়, দেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় (গতকাল শুক্রবার সকাল আটটা থেকে আজ সকাল আটটা পর্যন্ত) করোনাভাইরাস সংক্রমণে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি ঢাকার বাসিন্দা। এই ২৪ ঘণ্টায় ৪৮ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ৪৬ জনই ঢাকার।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা সন্দেহে ৬৪২ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৩ দশমিক শূন্য ৮।

দেশে এখন পর্যন্ত ২০ লাখ ৪৭ হাজার ৮৪৪ জনের করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ২০ লাখ ১৫ হাজার ৪ জন। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ২৯ হাজার ৪৮৬ জন মারা গেছেন।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *