করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৪৩ জন 

Share Now..

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ সময়ে ৪৩ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ৪১ জনই ঢাকার।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা সন্দেহে ৪৭৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৯ দশমিক শূন্য ৩।

সর্বশেষ ২৪ ঘণ্টায় (গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত) করোনায় যার মৃত্যু হয়েছে, তিনি ঢাকার বাসিন্দা। চলতি মাসে করোনায় এটি তৃতীয় মৃত্যুর ঘটনা।

দেশে এখন পর্যন্ত ২০ লাখ ৪৭ হাজার ৭৯৬ জনের করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ২০ লাখ ১৪ হাজার ৯৮১ জন। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ২৯ হাজার ৪৮৫ জন মারা গেছেন।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *