করোনার ভয়ে অনুশীলন করতে পারেন নি সাইফউদ্দিন-নাঈম শেখ
Share Now..
জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট ম্যাচের জন্য প্রস্তুতি নিচ্ছেন তামিম-সাকিবরা। এদিকে ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে যারা আছেন তারা অনুশীলন চালিয়ে যাচ্ছেন মিরপুরের একাডেমিতে। তবে করোনার থাবায় অনুশীলনে বিঘ্ন ঘটেছে।
সোমবার একাডেমি মাঠে অনুশীলন করতে আসেন রুবেল হোসেন, সৌম্য সরকাররা। তাদের সঙ্গে যোগ দেয়ার কথা ছিল অলরাউন্ডার সাইফউদ্দিন ও টপঅর্ডার ব্যাটসম্যান মোহাম্মদ নাঈম শেখেরও। তবে বিসিবির একজন স্টাফের করোনা পজিটিভ হওয়ার খবরে অনুশীলন করেন নি সাইফ ও নাঈম।
যদিও রুবেল-সৌম্যরা অনুশীলন চালিয়ে গেছেন। পরবর্তীতে করোনা টেস্ট করার পর নেগেটিভ শনাক্ত হয়েছেন সাইফউদ্দিন ও নাঈম শেখ।
আগামী ৯ জুলাই জিম্বাবুয়ের উদ্দেশ্যে রওনা দেবে ওয়ানডে দল। এ দলে আছেন সাইফউদ্দিন, রুবেল, মোসাদ্দেক সৈকত, মিঠুন, নাঈম ও সৌম্য সরকার।