করোনায় ইবির আইন বিভাগের অধ্যাপকের মৃত্যু

Share Now..


বিশ্ববিদ্যালয় প্রতিবেদক,ইবি-
মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ইসলামী বিশ^বিদ্যালয়ের (ইবি) আইন বিভাগের অধ্যাপক ড. আকরাম হুসাইন মজুমদার (৫০) মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি সোমবার (২৬ জুলাই) দিবাগত রাত ১ টার দিকে ঢাকার কল্যাণপুর ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ড. মজুমদারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বিশ^বিদ্যালয়ের আইন বিভাগের সভাপতি অধ্যাপক ড. নুরুন নাহার। এই নিয়ে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন বিশ^বিদ্যালয়ের তিন শিক্ষক।
বিভাগ ও পরিবার সূত্রে জানা যায়, বিশ^বিদ্যালয়ের আবাসিকে অবস্থানকালে তিনি, তার সহধর্মিণী একই বিভাগের সহকারী অধ্যাপক ড. মাকছুদা আক্তার মুনিয়া, দুই শিশু সন্তান ও শাশুড়ি করোনায় আক্রান্ত হয়ে প্রথমে বাসায় চিকিৎসা গ্রহণ করেন। পরে চিকিৎসার জন্য গত ১৫ জুলাই সপরিবারে কল্যানপুরের ইবনে সিনায় ভর্তি হন। তিনি বেশ কিছুদিন ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিৎসা গ্রহণের পর পরিস্থিতির অবনতি ঘটলে গত ২৫ জুলাই সকালে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়। সোমবার তার সহধর্মিণী, দুই শিশু সন্তান ও শাশুড়ির অবস্থা উন্নতি হলে তারা হাসপাতাল থেকে রিলিজ নিয়ে ঢাকাস্থ ইবি রেস্ট হাউজে ওঠেন। তবে সকল চেষ্টাকে ব্যর্থ করে দিয়ে তিনি গতকাল সোমবার রাত ১ টার দিকে পরপারে পাড়ি জমান।
মরহুমের ছাত্র ও একই বিভাগের সহযোগী অধ্যাপক ড. মাহবুব বিন শাহজাহান (শুভ) আক্ষেপ প্রকাশ করে বলেন, ‘স্যারের মৃত্যুতে হৃদয়টা ভেঙ্গে খান খান হয়ে গেছে। এতো বড় শোক কি করে সইবো? স্যার তো মাথার উপর ছায়া হয়ে ছিলেন। শেষ বিকেলে আমার রুমে বসে আর গল্প করা হবে না। ভাবতেই পারছি না স্যারের সঙ্গে আর দেখা হবে না। ’
এদিকে আজ মঙ্গলবার (২৭ জুলাই) সকাল ১০ টায় তার গ্রামের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রামের কাদঘর গ্রামে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের পাশে তাকে সমাহিত করা হবে।
এর আগে তিনি বিশ্ববিদ্যালয়ের আইন ও শরিয়াহ অনুষদের সাবেক ডিন, আইন বিভাগের সাবেক সভাপতি ও শহীদ জিয়াউর রহমান হলের সাবেক প্রভোস্ট ছিলেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিশ^বিদ্যালয় প্রশাসন, ইবি শিক্ষক সমিতি, আইন বিভাগ, জিয়া পরিষদসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। পৃথক পৃথক শোকবার্তায় তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *