করোনায় দেশে এক নারীর মৃত্যু

Share Now..

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে এ পর্যন্ত ২৭ হাজার ৯৮১ জনের মৃত্যু হলো। গতকাল সোমবার (২৯ নভেম্বর) ভাইরাসটিতে আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছিলো।

মঙ্গলবার (৩০ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ও কোভিড ইউনিটের প্রধান ডা. মো. ইউনুস স্বাক্ষরিত বিশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়।

বুলেটিনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৯ হাজার ৮০২ জনের নমুনা পরীক্ষা করা হলে ২৭৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়। এ নিয়ে দেশে শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৫ লাখ ৭৬ হাজার ২৮৪ জনে। যেখানে শনাক্তের হার ১ দশমিক ৩৮ শতাংশ। একদিনে নতুন করে সুস্থ হয়েছেন ৩৬৮ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১৫ লাখ ৪০ হাজার ৯৬৫ জন।

২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিটি মহিলা। বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, মারা যাওয়া মহিলার বয়স ৬১ থেকে ৭০ বছরের মধ্যে। যিনি ঢাকা বিভাগে বাস করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *