করোনা আক্রান্ত ইসরায়েলের প্রধানমন্ত্রী
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেত। স্থানীয় সময় আজ সোমবার তার শরীরে ভাইরাসটি শনাক্ত হয় বলে খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে তথ্যটি নিশ্চিত করা হয়েছে। একই সঙ্গে জানানো হয়েছে যে, নাফতালি বেনেতের অবস্থা এখন অনেকটাই ভালো। তিনি এখন আলাদা ঘরে অবস্থান করছেন এবং সেখান থেকেই দায়িত্ব পালন করবেন।
এদিকে, হোয়াইটহাউজ জানিয়েছে, আগেরদিন জেরুজালেমে ইসরায়েলি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। তিনিও করোনা পজিটিভ হতে পারেন।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস বলেন, ‘প্রধানমন্ত্রী বেনেতের করোনা পজিটিভ আসার পর, আমরা নিশ্চিত যে সেক্রেটারি ব্লিংকেনও তার ঘনিষ্ঠ ছিল। তাই এখন তিনিও সিডিসির সব নির্দেশনা অনুসরণ করবেন।
Gaming is the ultimate escape Who else agrees Lucky Cola