করোনা আক্রান্ত ন্যানসি

Share Now..

জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যানসি করোনায় আক্রান্ত হয়েছেন। তবে ন্যানসির স্বামী মহসীন মেহেদী, মেয়ে রোদেলা, ছোট ভাই সানি ও গৃহকর্মী এখন পর্যন্ত সুস্থ আছেন। তাদের মধ্যে করোনার কোনও উপসর্গ নাই। মঙ্গলবার (১৮ জানুয়ারি) রাতে গায়িকা নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রবিবার (১৬ জানুয়ারি) রাত থেকে অসুস্থ অনুভব করছিলেন। এরপর সোমবার (১৭ জানুয়ারি) করোনা টেস্ট করান। মঙ্গলবার (১৮ জানুয়ারি) তার করোনা টেস্টের ফল পজিটিভ আসে।
এছাড়া তৃতীয় সন্তানের মা হচ্ছেন বলে জানিয়েছেন ন্যানসি। এর আগে ২০২১ বছরের আগস্টে গীতিকার মহসীন মেহেদীকে বিয়ে করেন তিনি। এটি হতে যাচ্ছে ন্যান্সির তৃতীয় সন্তান। এর আগে তার দুটি কন্যা সন্তান রয়েছে। তাদের নাম রোদেলা ও নায়লা।সম্প্রতি গায়ক ইমরানের সঙ্গে ‘ইশারা’ শিরোনামে একটি গানে কণ্ঠ দিয়েছেন ন্যানসি। গানটি থাকছে সৈকত নাসির পরিচালিত ‘ক্যাসিনো’ সিনেমায়। এতে পর্দায় ঠোঁট মেলাবেন নিরব ও বুবলী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *