করোনা টিকা নিয়ে জি-৭-এর সমালোচনা জাতিসংঘের

Share Now..

বিশ্বের শিল্পোন্নত সাত শীর্ষ দেশের জোট জি-৭ করোনাভাইরাসের মহামারি মোকাবিলায় দরিদ্র দেশগুলোর টিকার ১০০ কোটি ডোজ অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছে। কিন্তু এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন জাতিসংঘের মানবিক সহায়তা কার্যক্রম সমন্বয় সংস্থা-ইউএনওসিএইচএর প্রধান মার্ক লোকক। তার দাবি, আগামী বছর পর্যন্ত এই ১০০ কোটি ডোজ দেওয়ার যে প্রতিশ্রুতি তারা দিয়েছে, তা ‘ছোট পদক্ষেপ’।

জি-৭-এর গৃহীত পদক্ষেপ নিয়ে তিনি বলেন, করোনাভাইরাসের মহামারি মোকাবিলায় গরিব দেশগুলোর জন্য বিক্ষিপ্ত। ছোট আকারে যেসব দাতব্য পদক্ষেপ নেওয়া হয়েছে, তা গুরুত্বপূর্ণ নয়। এর ফলে করোনা মহামারি বিদায় নেবে না। জরুরি ভিত্তিতে যে পদক্ষেপ নেওয়া দরকার ছিল, তা নিতে ব্যর্থ হয়েছে জি-৭ জোট।

গত ১১ থেকে ১৩ জুন পর্যন্ত অনুষ্ঠিত জি-৭ সম্মেলনে অংশ নেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন, ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা, জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল ও ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি।

এই সম্মেলন থেকে বরিস ঘোষণা দিয়েছেন, ১০০ কোটি ডোজ করোনা টিকা দেওয়া হবে গরিব দেশগুলোকে। যদিও এর আগে থেকেই বলা হচ্ছিল, ধনী দেশগুলো যে পরিমাণ টিকার ডোজ দিচ্ছে, তা দিয়ে দরিদ্র দেশগুলোর জনসংখ্যার একটি বড় অংশকে টিকার আওতায় আনা সম্ভব হবে না।

One thought on “করোনা টিকা নিয়ে জি-৭-এর সমালোচনা জাতিসংঘের

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *