করোনা মোকাবিলায় পাড়া মহল্লা ও গ্রামে গ্রামে কমিটি গঠনের নির্দেশ

Share Now..


স্টাফ রিপোর্টারঃ
করোনা মোকাবিলায় পাড়া-মহল্লা, গ্রাম, ওয়ার্ড ও ইউনিয়ন ভিত্তিক কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন ঝিনাইদহের ডিসি মজিবর রহমান। মঙ্গলবার এক ভার্চুয়াল মিটিং এই সিদ্ধান্ত নেয় জেলা করোনা প্রতিরোধ কমিটি। জেলার বিভিন্ন যায়গায় গ্রামের পাড়া-মহল্লার দোকান-পাট খোলাসহ সার্বিক করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ ও দ্রুত পদক্ষেপ নিতে এই প্রতিরোধ কমিটি গঠনের পরামর্শ দিয়েছেন বক্তারা। ভার্চুয়াল মিটিং ডিসি মজিবর রহমানের সভাপতিত্বে অংশ নেন জেলা পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম, ঝিনাইদহ সদর পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টু, সকল উপজেলা নির্বাহী অফিসার, সদর হাসপাতালের তত্ববধায়ক ডা. হারুন অর রশিদ, জেলা তথ্য অফিসার আবু বকর সিদ্দিক ও বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ। মিটিংয়ে ডিসি মজিবর রহমান বলেন, দেশে করোনাকালীন যে সংকট চলছে তা আমরা সম্মিলিতভাবে মোকাবিলা করতে পারবো। খাদ্যের কোন সংকট নেই। প্রয়োজনে ত্রাণ বিতরণ করতে হবে। কিন্তু সংক্রমণ কমাতে কঠোরভাবে বিধিনিষেধ বাস্তবায়নের বিকল্প নেই। তিনি সকল উপজেলা নির্বাহী অফিসারদের পাড়া, গ্রাম, ওয়ার্ড, ইউনিয়ন ভিত্তিক জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষক, ইমাম, যুবব সমাজকে নিয়ে করোনা প্রতিরোধ কমিটি গঠনের নির্দেশ দেন। এছাড়া মসজিদের মাইকে প্রতিবার আজানের পর করোনা সচেতনতা মূলক বক্তব্য রাখার ব্যবস্থা করতে চেয়ারম্যান-মেম্বারদের নির্দেশ দেন। গ্রামের দোকান খুলে যাতে জনসমাগম না ঘটাতে পারে তথ্য দিয়ে জেলা প্রশাসনকে সহযোগিতা করার নির্দেশ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *