কাঁদলেন মরিনিও
Share Now..
এবারই প্রথম কনফারেন্স লিগ চালু করে উয়েফা। আর প্রথম আসরেই বাজিমাত করলেন জোসে মরিনিও। ৩১ বছর পর প্রথমবারের মতো এএস রোমাকে তুললেন ইউরোপিয়ান টুর্নামেন্টের ফাইনালে।
সেমিফাইনালে দুই লেগ মিলিয়ে লেস্টার সিটিকে ২-১ গোলে হারিয়েছে ইতালিয়ান ক্লাবটি। রেফারির শেষ বাজি বাজার পর আবেগ ধরে রাখতে পারেননি মরিনিও। শিরোপার দুয়ারে পৌঁছে সঙ্গে সঙ্গে কেঁদে দেন এই পর্তুগিজ কোচ।
মরিনিও-ই প্রথম কোচ যিনি চার ভিন্ন ক্লাবকে নিয়ে ইউরোপিয়ান প্রতিযোগিতার ফাইনালে উঠেছে। সেমিফাইনালে দ্বিতীয় লেগে নিজেদের মাঠে লেস্টারকে ১-০ গোলে হারিয়েছে তার ক্লাব। ১১ মিনিটে জয়সূচক গোলটি করেন ট্যামি আব্রাহাম। আগামী ২৫ মে আলবেনিয়ায় ফাইনালে রোমার প্রতিপক্ষ ফেয়েনুর্দ।