কাকে ‘ননসেন্স’ বললেন বুবলী

Share Now..

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা শবনম বুবলী। অভিনয়ের একপর্যায়ে সুপারস্টার শাকিব খানের সঙ্গে প্রেম ও পরিণয়। দুজনের সন্তানও এসেছে পৃথিবীতে। তবে সন্তান নিয়ে প্রকাশ্যে আসার পর দুজনের মধ্যে দূরত্ব তৈরি হয়।

শাকিব খানের আগের স্ত্রী অপু বিশ্বাসের সঙ্গেও দ্বন্দ্ব রয়েছেন বুবলীর। যা বিভিন্ন সময়ে তাদের কথা-বার্তায় প্রকাশ পেয়েছে। দুজনই একে অপরকে নিয়ে নানা ধরনের ইঙ্গিতপূর্ণ কথা বলেন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে। কয়েক দিন আগে এক অনুষ্ঠানে গিয়ে অপু বিশ্বাস বলেন, ‘আমার সন্তান আব্রাম খান জয় না থাকলে যে প্রসঙ্গটা সৃষ্টি হয়, তাদের আমার যোগ্য বলেই মনে করতাম না। এই ইন্ডাস্ট্রিতে আমার ১৭ বছর চলছে। তাই তাকে আমার যোগ্য বলেই মনে করতাম না।’ কাকে তিনি যোগ্য মনে করছেন না, তা নেটিজেনরাও বুঝে নিয়েছেন। ঢালিউড ক্যুইন অপু কারও নাম না উল্লেখ করে এ মন্তব্য করলেও নেটিজেনরা ধারণা করে নিয়েছেন, বুবলীকে ইঙ্গিত করেই হয়তো কথা বলেছেন তিনি। এ নিয়ে কোনো মন্তব্য করতে দেখা যায়নি বুবলীকে।

তবে এবার কথা বলেছেন ‘বসগিরি’ খ্যাত নায়িকা। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সোশ্যাল মিডিয়া ফেসবুক ভেরিফায়েড পেজে তিনটি ছবি পোস্ট করেছেন বুবলী। সেখানে ক্যাপশনে লিখেছেন, ‘ইন দ্য ফেস অব ননসেন্স, সাইলেন্স ইজ দ্য বেস্ট রিপ্লাই।’ অর্থাৎ, অবাস্তবতার সামনে নীরবতাই সেরা উত্তর। এতে নায়িকা বুঝিয়ে দিলেন, আপাতত কথা নিয়ে যুদ্ধে জড়াতে চাইছেন না তিনি। বুবলী কাকে উদ্দেশ্য করে এ মন্তব্য করেছেন, সেটি নিশ্চিত বলা সম্ভব নয়। কেননা, তিনি কারও নাম উল্লেখ করেননি। এরপরও নেটিজেনরা ধারণা করছেন, কৌশলে জবাব দিয়েছেন এ অভিনেত্রী। আর তেমনটাই যদি হয়ে থাকে, তাহলে তিনি স্পষ্টতই জানিয়েছেন- কোনো প্রকার দ্বন্দ্বে জড়াতে চান না। প্রসঙ্গত, ২০১৭ সালের ১০ এপ্রিল একটি বেসরকারি টেলিভিশনে লাইভে এসে শাকিব খানের সঙ্গে বিয়ের কথা প্রকাশ্যে আনেন অপু বিশ্বাস। সঙ্গে একমাত্র ছেলে আব্রাম খান জয়কেও নিয়ে আসেন অভিনেত্রী। ওই সময় তিনি সাক্ষাৎকারে জানিয়েছিলেন, ২০০৮ সালে শাকিব খানের সঙ্গে বিয়ে হয়েছিল তার। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতায় একমাত্র ছেলের জন্ম হয়। কিন্তু পরবর্তীতে বিয়ের খবর এভাবে প্রকাশ্যে আনায় বিপাকে পড়েন ঢালিউড ক্যুইন। শাকিব খান ২০১৭ সালের ২২ নভেম্বর অপু বিশ্বাসকে তালাকের জন্য আবেদন করেন। পরে ২০১৮ সালের ২২ ফেব্রুয়ারি তালাক হয় এই তারকা দম্পতির। এরপর  ২০১৮ সালের ২০ জুলাই বিয়ে হয় শাকিব-বুবলীর। এ অভিনেত্রী নিজেই তাদের বিয়ের তারিখ জানান। ২০২২ সালের ৩ অক্টোবর অফিশিয়াল ফেসবুক পেজে শাকিব খানের সঙ্গে তোলা তিনটি ছবি পোস্ট করে বিয়ের তারিখ প্রকাশ করেন। স্ট্যাটাসে লেখেন, ‘এখন পর্যন্ত আমার জীবনের স্মরণীয় দুটো তারিখ ২০.০৭.২০১৮ এবং ২১.০৩.২০২০।’ এর মধ্যে ‘২০ জুলাই ২০১৮ সাল’ হচ্ছে শাকিব-বুবলীর বিয়ের তারিখ এবং ‘২১ মার্চ ২০২০ সাল’ হচ্ছে ছেলে শেহজাদ খান বীরের জন্ম। তবে এই সংসারও ভেঙে যায় শাকিব খানের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *