কাঠখড় পুড়িয়ে অবশেষে ওমান পৌঁছালো বাংলাদেশ দল

Share Now..

নানা জটিলতার পর অবশেষে বিশ্বকাপের প্রথম রাউন্ড খেলতে ওমানে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। মাহমুদউল্লাহ রিয়াদের দল সোমবার (৪ অক্টোবর) সকাল ৬টা ৩০ মিনিটে পৌঁছেছে মাসকাটে।

এর আগে রাত পৌনে ১১টায় ছিল বাংলাদেশ দলের বিশ্বকাপের ফ্লাইট। তা ধরতে রাত ৮টায় বেধে দেওয়া হয়েছিল খেলোয়াড়দের রিপোর্টিং সময়। সেটা মেনে খেলোয়াড়রা চলেও এসেছিলেন বিমান বন্দরে।

এরপরই শুরু নানা জটিলতা। কারণ বিশ্বকাপের দেশ ওমানে যে আঘাত হানতে যাচ্ছে ঘূর্ণিঝড়। সেজন্যে প্রথমে সিদ্ধান্ত নেওয়া হয়, বাংলাদেশ দল রবিবার দিবাগত রাতে দেশ ছাড়বে না। তখন বলা হয়, সোমবার সকালে হতে পারে সম্ভাব্য যাত্রা। সেটা জেনে কয়েকজন খেলোয়াড় বাসার পথে রওয়ানাও দিয়ে ফেলেছিলেন।

কিন্তু এর কিছু পরেই বদলে গেল সিদ্ধান্ত। জানানো হলো সংবাদ মাধ্যমে, নির্ধারিত সময়েই ওমানের জন্য দেশ ছাড়বে বাংলাদেশ দল। নির্ধারিত সময় তো ছিল ১০টা ৪৫ মিনিটে, সেটাও শেষমেশ হয়নি। আড়াই ঘণ্টা পিছিয়ে যায় বাংলাদেশ দলের বিশ্বকাপ যাত্রা।

অবশেষে রাত ১টা ২০ মিনিটে বাংলাদেশ দলের বিমান ঢাকা ত্যাগ করে। এ যাত্রায় ১৪ ক্রিকেটার, ৩ টিমবয়, একজন করে নির্বাচক, মিডিয়া ম্যানেজার ও মেডিক্যাল অফিসার ছিলেন দলের ২১ সদস্যের সে বহরে। ফিজিও জুলিয়ান ক্যালফেতোও ছিলেন সে দলে।

৯ অক্টোবর দল উড়াল দেবে সংযুক্ত আরব আমিরাতে। সেখানে ১০ তারিখে কোয়ারেন্টাইন শেষে ১১ তারিখে অনুশীলনে নামবে টাইগাররা। পরের দিন অর্থাৎ ১২ তারিখে শ্রীলঙ্কার বিপক্ষে প্রস্ততি ম্যাচ। আবুধাবিতে ম্যাচটি শুরু হবে দুপুর ২টায়। ১৩ অক্টোবর আবার অনুশীলনের পর ১৪ তারিখ দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশ।
দুটি প্রস্তুতি ম্যাচ খেলে ১৫ তারিখ ওমান ফিরে যাবে বাংলাদেশ দল। ১৬ অক্টোবর ফ্লাডলাইটের আলোয় অনুশীলন করবেন মাহমুদউল্লাহরা। ১৭ অক্টোবর বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টায়। এরপর ১৯ অক্টোবর প্রথম পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক ওমানের মুখোমুখি হবে টাইগাররা। ২১ অক্টোবর বাংলাদেশের প্রতিপক্ষ পাপুয়া নিউগিনি। এই ম্যাচটি হবে স্থানীয় দুপুর ২টায়।

2 thoughts on “কাঠখড় পুড়িয়ে অবশেষে ওমান পৌঁছালো বাংলাদেশ দল

  • March 22, 2024 at 12:29 am
    Permalink

    Wow, marvelous weblog layout! How long have you been running a blog for?
    you made running a blog look easy. The entire look of your
    site is excellent, let alone the content! You can see
    similar here najlepszy sklep

    Reply
  • April 3, 2024 at 9:17 am
    Permalink

    Hello there! Do you know if they make any plugins to
    help with SEO? I’m trying to get my blog to rank for some targeted keywords but I’m not seeing
    very good success. If you know of any please share.
    Appreciate it! You can read similar article here: AA List

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *