কানাডায় প্রবেশের চেষ্টাকালে যুক্তরাষ্ট্রের নাগরিক নিহত, আটক ১৫

Share Now..

সাম্প্রতিক সপ্তাহগুলোতে পৃথক তিনটি ঘটনায় যুক্তরাষ্ট্র থেকে কানাডায় প্রবেশের চেষ্টাকালে একজন নিহত ও ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

টেলিভিশনে সম্প্রচারিত এক সংবাদ সম্মেলনে রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশের সহকারী কমিশনার লিসা মোরল্যান্ড বলেন, আটক করা লোকজন ভিন্ন দেশের নাগরিক। গোপনীয়তা আইনের কারণে তাদের বিস্তারিত প্রকাশ করা হয়নি। তবে নিহত ব্যক্তি যুক্তরাষ্ট্রের নাগরিক। গত সোমবার ট্রাম্প কানাডা ও মেক্সিকোর ওপর চড়া শুল্ক আরোপের হুমকি স্থগিত করার কয়েকদিন পর সংবাদ সম্মেলনের আয়োজন করে এমনটা জানালো কানাডা পুলিশ।

থার্মাল ইমেজারি ও আকাশ থেকে ফুটেজ দেখিয়ে লিসা মোরল্যান্ড বলেন, আমরা পরিষ্কার করার চেষ্টা করছি, আমাদের সীমান্ত সুরক্ষিত রাখার মতো যথেষ্ট প্রযুক্তি ও সম্পদ রয়েছে। এদিকে, সর্বশেষ ঘটনায় এক ব্যক্তি মন্টানা এবং আলবার্টার সংযোগকারী কাউটস পোর্ট অফ এন্ট্রি থেকে কানাডায় প্রবেশ করেছিল। তাকে থামানো হলে পালানোর চেষ্টা করেন। মোরল্যান্ড জানান, পুলিশের ধাওয়া খেয়ে নিজের আগ্নেয়াস্ত্রের আঘাতে মারা যান মার্কিন নাগরিক ওই ব্যক্তি।

এর আগের দিন মার্কিন সীমান্ত টহল এজেন্টদের কাছ থেকে খবর পেয়ে কাউটসের কাছ থেকে চার প্রাপ্তবয়স্ক ও পাঁচ যুবককে গ্রেপ্তার করে পুলিশ। এছাড়া ১৪ জানুয়ারি মধ্য কানাডার ম্যানিটোবা প্রদেশে প্রবেশের পর ছয় জনকে গ্রেপ্তার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *