কানাডায় ৫ জনের লাশ উদ্ধার, ১ ব্যক্তি আটক

Share Now..

কানাডার ম্যানিটোবা থেকে তিন শিশু ও দুই নারীর লাশ উদ্ধারের পর ২৯ বছর বয়সী এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, হেফাজতে থাকা ও  নিহত পাঁচ জন একে অপরের পরিচিত বলে ধারণা করা হচ্ছে।

সেন্ট্রাল ম্যানিটোবা প্রদেশের ছোট শহর কারম্যানে রোববার সকালে এ ঘটনা ঘটে। শহরটিতে ২ হাজার ৮০০ লোকের বাস। প্রথমে রাস্তার পাশ থেকে একজন নারীর লাশ উদ্ধার করা হয়।

এর কয়েকঘন্টা পর গাড়ির ভেতর থেকে তিন শিশুর লাশ এবং এর কিছু পরে এক বাড়ি থেকে অপর এক নারীর লাশ উদ্ধার করা হয়।

1,469 thoughts on “কানাডায় ৫ জনের লাশ উদ্ধার, ১ ব্যক্তি আটক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *