কানাডা ডেতে চুল-দাড়ি ফেলে পরিপাটি রূপে ট্রুডোর চমক
করোনা মহামারির কারণে গত এক বছর চুল দাড়ি কাটতে পারেননি কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এই সময়ে দাড়িসমেত এলোমেলো চুলের জাস্টিন ট্রুডো যেন হঠাৎ করেই হারিয়ে গেলেন। কানাডা ডে (১ জুলাই) উপলক্ষে দেশবাশিকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা সম্বলিত যে ভিডিও বার্তাটি সরকারিভাবে প্রচার করা হয়েছে, তাতে একেবারে পরিপাটি এক জাস্টিন ট্রুডোকে দেখে প্রথমটায় মনে হয়েছে পুরনো কোনো ভিডিও ভুল করে ছেড়ে দিয়েছেন তিনি।
বিপুল উৎসাহ উদ্দীপনায় উদযাপন করা হয়েছে কানাডার ১৫৪তম জন্মদিন। বছরের বেশির ভাগ সময় বরফাচ্ছন্ন থাকা কানাডার জন্মদিনে প্রতি বছরের মতোই ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে দিনটি উদযাপন করে কানাডিয়ানরা। আয়তনের দিক থেকে কানাডা ৯ লাখ ৯৮ হাজার ৬৭০ বর্গ কিলোমিটার হলেও জনসংখ্যা মাত্র সাড়ে ৩ কোটি। দেশটিতে রয়েছে ১০টি রাজ্য ও ৩টি টেরিটোরিজ।
তবে আয়োজনের কোনো কমতি ছিলোনা দেশটিতে। বিশেষ এই দিবস উপলক্ষ্যে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে ছিল কানাডা ডে এর কেক কাটা, ফায়ারওয়ার্কস, জাতীয় সংগীত, জাতীয় পতাকা উত্তোলন, সঙ্গীতানুষ্ঠান এবং আলোচনা সভা।
দিনটি উপলক্ষে কানাডার ক্যালগেরির স্থানীয় জেনেসিস সেন্টার, প্রেইরি উন্ডসপার্ক, রকিভিউ অ্যালায়েন্স, ডাউন টাউনসহ ক্যালগ্যারির বিভিন্ন স্থানে বছর প্রচুর সংখ্যক লোকের সমাগম ঘটে।