কান ২০২১: অফিসিয়াল পোস্টার কী বলছে
সাগরপাড়। পাম গাছ। রুপালি পর্দা। কান চলচ্চিত্র উৎসব মানেই এই তিনের সম্মিলন। মর্যাদাসম্পন্ন এই আয়োজনের ৭৪তম আসরের অফিসিয়াল পোস্টারে মিশে আছে সেই বার্তা। আজ নিজেদের অফিসিয়াল ওয়েবসাইট এবং সামাজিক যোগাযোগমাধ্যমে এটি উন্মুক্ত করেছেন আয়োজকরা।
পোস্টারটিতে আমেরিকান কৃষ্ণাঙ্গ নির্মাতা স্পাইক লি’কে সম্মান জানানো হয়েছে। এতে দেখা যাচ্ছে, তার কৌতূহলী চোখ। মাথায় রাখা টুপিতে কান উৎসবের সম্মানজনক লোগো। ৬৪ বছর বয়সী এই পরিচালকের আধো মুখখানার দুই দিকে দুটি করে পাম গাছ। শূন্যে উড়ছে তিনটি পাখি।
এবারের মূল প্রতিযোগিতা বিভাগে বিচারকদের প্রধান থাকছেন স্পাইক লি। অফিসিয়াল পোস্টারে তার কৌতূহলী চোখ বলছে, স্বর্ণ পামের জন্য যেসব ছবি লড়বে সেদিকে কতটা ডুবে থাকবেন তিনি।
পোস্টারটি সাদাকালো। এর কারণ ১৯৮৬ সালের কান উৎসবের প্যারালাল বিভাগ ডিরেক্টর’স ফোর্টনাইটে স্থান পাওয়া স্পাইক লি’র প্রথম ছবি “শি’জ গটা হ্যাভ ইট” ছিলো সাদাকালো। প্রথম ছবিতেই অভিনব নির্মাণশৈলীর মাধ্যমে নজর কাড়েন তিনি।
অফিসিয়াল পোস্টারে স্থান পাওয়া স্পাইক লি’র ছবিটি নাইকি ক্যামেরায় তুলেছেন আমেরিকান আলোকচিত্রী বব পিটারসন। গ্রাফিক ডিজাইন করেছে প্যারিসের হার্টল্যান্ড ভিলা।
প্রতি বছর কান উৎসবের প্রাণকেন্দ্র পালে দে ফেস্টিভাল ভবনের সামনের বহির্ভাগে থাকে বিশাল আকারের অফিসিয়াল পোস্টার। এছাড়া উৎসব সংশ্লিষ্ট সবকিছুতে আয়োজকরা ব্যবহার করবেন পোস্টারের স্থিরচিত্র।
করোনা মহামারির কারণে দুই বছরেরও বেশি সময় ধরে দক্ষিণ ফ্রান্সের উপকূলীয় শহরটিতে সিনেমার জৌলুস দেখা যায়নি। সেজন্য এই আয়োজনের জন্য ব্যাকুল হয়ে আছে সারাবিশ্ব। অবশেষে আবার কানে চেনা রূপ ফিরে আসতে যাচ্ছে। আগামী ৬ জুলাই শুরু হবে উৎসবটি। চলবে ১৭ জুলাই পর্যন্ত।