কারাগারে বসে পরীক্ষা দেওয়ার অনুমতি পেলেন দুই এইচএসসি পরীক্ষার্থী

Share Now..

কারাগারে বসে এইচএসসি পরীক্ষা দেওয়ার অনুমতি পেয়েছেন সাম্প্রতিক কোটা সংস্কার আন্দোলনে গ্রেপ্তারকৃত মো. ফাহিম পারভেজ ও মো. জাহিদ হোসেন নামে দুই শিক্ষার্থী। সাতক্ষীরা জেলা কারাগারে তাদের রাখা হয়েছে।

বুধবার ৩১ জুলাই  মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড যশোরের পরীক্ষা নিয়ন্ত্রক বিশ্বাস শাহিন আহম্মদ কর্তৃক স্বাক্ষরিত এক বিজ্ঞপতিতে- এ অনুমতি দেয়া হয়। এতে বলা হয়, সাতক্ষীরা সরকারি কলেজ, সাতক্ষীরা এর ব্যবস্থাপনায় দুই পরীক্ষার্থীর উত্তরপত্র, প্রশ্নপত্র, হাজিরাপত্র ইত্যাদি সরবরাহ এবং কারাঅভ্যন্তরে পরীক্ষা গ্রহণের অনুরোধ করা হলো। এখানে আরও বলা হয়, পরীক্ষা গ্রহণের সব খরচ এই দুই শিক্ষার্থীর অভিভাবকরা বহন করবেন।এর আগে কয়েক দফায় এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছিল। প্রথমে গত ১৮ জুলাইয়ের পরীক্ষা স্থগিত করা হয়। তারপর একসঙ্গে ২১, ২৩ ও ২৫ জুলাইয়ের পরীক্ষা স্থগিত করা হয়। এরপর আরেক দফায় ২৮ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত পরীক্ষা স্থগিত করা হয়। এখন সিদ্ধান্ত হয়েছে, ১১ আগস্ট থেকে নতুন সময়সূচিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *