কারামুক্ত হলেন নুর

Share Now..

রাজধানীতে সেতু ভবনে নাশকতার ঘটনায় বনানী ও মেট্রোরেলে নাশকতায় কাফরুল থানার মামলায় জামিনে কারামুক্ত হলেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। মঙ্গলবার (৬ আগস্ট) বেলা আড়াইটার দিকে তিনি কারা ফটক থেকে বেরিয়ে আসেন। 

এ সময় তাকে নিতে কারাগারে আসেন গণঅধিকার পরিষদের নেতা-কর্মীরা। এ ছাড়া কারাগার এলাকায় তাকে দেখতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে জড়ো হন বিপুলসংখ্যক জনতা। নুরের পক্ষের আইনজীবী খাদেমুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, মঙ্গলবার দুপুরে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হায়দার আলী ও মোহাম্মদ নুরুল হুদা চৌধুরীর আদালত তার জামিনের এই আদেশ দেন।

এর আগে গত ২১ জুলাই বনানীর সেতু ভবনে হামলা মামলায় নুরের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ২৬ জুলাই রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়। পরে ২৮ জুলাই আবার কাজীপাড়া মেট্রোরেল স্টেশনে নাশকতার মামলায় পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ১ আগস্ট রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *